Snowfall in Kashmir: তুষারে ঢাকা কাশ্মীর-ধসে বন্ধ রাস্তা, বিদ্যুৎহীন বহু গ্রাম, দেখুন চমকে দেওয়া ছবি
দীর্ঘদিন ধরে তুষারবিহীন ছিল কাশ্মীর। জানুয়ারি মাসে যখন পুরু বরফের আস্তরণে ঢাকা পড়ে যায় কাশ্মীর উপত্যকা। কাশ্মীরের বেশ কিছু এলাকা একেবারে বরফহীন ছিল। ফেব্রুয়ারির শেষে ফিরল বরফ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার থেকে ভারী তুষারপাত দেখা গিয়েছে কাশ্মীরের বারামুলায়। এমন বরফ পড়েছে যে মূল এলাকায় থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রান্তিক এলাকায় থাকা গ্রামগুলি।
উপত্যকার উপরের দিকে রাফিয়াবাদ এলাকায় মঙ্গলবারের পরে ২ ফুট বরফের স্তর দেখা গিয়েছিল। ভারী তুষারপাতের ফলে একাধিক এলাকায় বিদ্য়ুৎ সরবরাহ পরিষেবায় সমস্য়া হয়েছে।
লাডু-লাডুরা, চাটুসা, খামুওয়াহ, ওয়ালরামান, ব্রামান-এর মতো একাধিক গ্রাম ভারী তুষারপাতের জন্য সমস্যায় পড়েছে। রাস্তা পরিষ্কারের জন্য় বরফ কাটার মেশিন পর্যন্ত নামাতে হয়েছিল।
কাশ্মীরের উরি এলাকায় অন্তত ২ ডজন গ্রাম তেহশিল এলাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। হাথলাঙ্গা, নাম্বলা এ ও বি, চুরান্দা, বাটগড়, তিলাওয়ারি, থাজাল, জামরুর পাঠান, বুজথালা, বানালি, গাগেরহিল-সহ একাধিক গ্রামে প্রভাব পড়েছিল।
ভারী তুষারপাত হলেই সবার আগে প্রভাব পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। ফলে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে যায়। বিদ্যুৎ যোগাযোগ বিপর্যস্ত হলেই প্রবল ঠান্ডায় আরও বেশি সমস্যায় পড়েন বাসিন্দারা। দীর্ঘসময় বাসিন্দাদের ঘরবন্দি থাকতে হয়েছিল বলে অভিযোগ।
ভারী তুষারপাত সত্ত্বেও দ্রুত বরফ সরিয়ে রাস্তা ঠিক করার কাজও হয়েছে।
তুষারপাতের কারণে ধাক্কা খেয়েছে কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থাও। বুধবারও বন্ধ ছিল শ্রীনগর জম্মু জাতীয় সড়ক (NH 44), জাতীয় সড়ক খোলার জন্য় দ্রত কাজ চলছিল।
আবহাওয়া একটু ভাল হলেই সব ধরনের রাস্তা দ্রুতগতিতে সারানো হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। ধস সারানোর কাজও চলছে।
সোনমার্গের একটি এলাকাতেও ধসের কারণে রাস্তা বন্ধ হয়েছে বুধবার রাতের দিকে। সোনমার্গ রোড বন্ধ হয়েছে। সিন্ধ নদীর একাংশের গতিপথও রুদ্ধ হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -