Rahul Gandhi: রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যুতে উত্তাল সংসদ, বিক্ষোভে হাজির সনিয়া গাঁধীও

Congress Agitation on Rahul Issue: রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যুতে উত্তাল সংসদ, কালো পোশাকে সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। বিক্ষোভে হাজির সনিয়া গাঁধীও।

রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যুতে উত্তাল সংসদ, বিক্ষোভে হাজির সনিয়া গাঁধীও

1/10
রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যুতে উত্তাল সংসদ, কালো পোশাকে সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের।
2/10
বিকেল পর্যন্ত লোকসভা, দুপুর পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি, এর আগে সকালে খাড়গের ডাকা বৈঠকে সামিল হয় তৃণমূল কংগ্রেস
3/10
বৈঠকে যোগ দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, জহর সরকার। কালো পোশাকে সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। বিক্ষোভে হাজির সনিয়া গাঁধীও
4/10
রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ ইস্যুতে, 'প্রতিহিংসার' অভিযোগ তুলে দেশজুড়ে সত্যাগ্রহের ডাক দিয়েছে কংগ্রেস।
5/10
গতকাল রাজঘাট থেকে প্রধানমন্ত্রী মোদিকে তীব্র আক্রমণ শানিয়েছেন বলেন প্রিয়ঙ্কা। তিনি বলেন, 'দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ।'
6/10
প্রিয়ঙ্কা আরও বলেন, 'আমার বিরুদ্ধেও মামলা করুন। জেলে নিয়ে যান আমাকেও। কিন্তু আসল কথা হল দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ। ক্ষমতার আড়ালে মুখ লুকিয়ে রয়েছেন। অহঙ্কারে পরিপূর্ণ। আর অহঙ্কারী রাজাকে মুখের মতো জবাব দেওয়া এই দেশের বরাবরের সংস্কৃতি।'
7/10
রাজঘাটে সঙ্কল্প সত্যাগ্রহ হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। এই ইস্যুতে প্রতিবাদে ট্যুইট করেছেন কংগ্রেস সাংসদ ও দলের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
8/10
তিনি লেখেন, সংসদে আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করার পর, সরকার আমাদের বাপুর সমাধিতেও শান্তিপূর্ণ সত্যাগ্রহ করতে দিতে অস্বীকার করেছে। বিরোধীদের প্রতিবাদে বাধা দেওয়া মোদি সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। এভাবে ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না। সত্যের জন্য, স্বেচ্ছাচারের বিরুদ্ধে লড়াই চলবে। ট্যুইটে লেখেন কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল।
9/10
রাহুলকে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। ২ বছরের জেলের সাজার পরেই জামিন পান রাহুল গাঁধী।
10/10
এই ইস্যুতে অধীর চৌধুরী বলেন, 'রাহুল গাঁধীর বিরুদ্ধে এটা প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের।' অধীর চৌধুরী আরও বলেন,' এটা প্রতিহিংসার রাজনীতি। মূলত  যেহেতু রাহুল গাঁধী জনপ্রিয়তা অর্জন করেছেন, বিশেষ করে ভারত জোড়ো যাত্রার পরিপ্রেক্ষিতে হজম হয়নি মোদি সরকারের। এটা একটি স্বৈরাচারী সরকারের নিষ্ঠুর প্রদর্শন।' এ প্রসঙ্গে বিজেপি রাহুলকে তীব্র আক্রমণ করলেও, নিজের অবস্থানে অনড় কংগ্রেস সাংসদ।
Sponsored Links by Taboola