এক সময় থাকতেন সূর্য সেন স্ট্রিটে, শিয়ালদহের এই বাড়িতে এখনও উজ্জ্বল সৌমিত্রের স্মৃতি
তাৎপর্যপূর্ণভাবে এই বাড়ির দেওয়ালে লেখা ছিল হে বন্ধু বিদায়...হয়ত চট্টোপাধ্যায় পরিবারের কেউ বাড়ি ছাড়ার আগে লিখে গিয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৎকালীন মির্জাপুর স্ট্রিটের এই বাড়ি বিক্রি করে দেওয়ার পর প্রথমে পূর্ণ দাস রোডের ভাড়া বাড়িতে যান সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর লেক টেম্পল রোড এবং সবশেষে ৮৬ সালে গলফ গ্রিনের বাড়িতে চলে যান।
পাঁচের দশকে এই বাড়িতে থাকাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর হন সৌমিত্র চট্টোপাধ্যায়। কাছেই কফি হাউস। সেখানে যাওয়া তাঁর প্রায় রুটিন হয়ে উঠেছিল। এই কফি হাউস থেকেই প্রথমবার সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৌমিত্রবাবু।
মির্জাপুর স্ট্রিট নয়, নাম বদলে আজ ৪৯ নম্বর সূর্য সেন স্ট্রিট।
৪৯ নম্বর মির্জাপুর স্ট্রিট। এই ঠিকানা আর খুঁজে পাওয়া যায় না।
জেলা থেকে কলকাতায় এসে প্রথম উঠেছিলেন তৎকালীন মির্জাপুর স্ট্রিটে। তারপর তিনবার বাড়ি বদল। তবে শিয়ালদহ চত্বরের এই বাড়িতে আজও উজ্জ্বল সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -