Shoe Thrown at Political leaders : জুতোর উড়ে এসেছিল যে নেতাদের দিকে...
পার্থ চট্টোপাধ্যায়ের আগেও জনসাধারণের জুতোর নিশানা হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। দেখে নেওয়া যাক সেই তালিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাহুল গান্ধী- ২০১২-র জানুয়ারীতে দেহরাদুনে নির্বাচনী মিছিল করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।
অরবিন্দ কেজরিওয়াল- রাজধানীতে সাংবাদিক সম্মেলন চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতো ছোড়েন আম আদমি সেনার সদস্য বেদ প্রকাশ। ৯ এপ্রিল ২০১৬-র ঘটনা।
লালকৃষ্ণ আদবাণী- ২০০৯ সালে এক সভামঞ্চে ওঠার পথে কাঠের চপ্পল উড়ে গিয়েছিল লালকৃষ্ণ আদবাণীর দিকে।
মনমোহন সিংহ- ২০০৯ সালে আমদাবাদে এক মিছিলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।
ওমর আবদুল্লাহ- ২০১০ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের দিকে বুট ছুড়েছিলেন এক পুলিশকর্মী।
পি চিদম্বরম- ২০০৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের দিকে জুতো ছুড়েছিলেন এক সাংবাদিক।
ওমর আবদুল্লাহ- ২০১০ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের দিকে বুট ছুড়েছিলেন এক পুলিশকর্মী।
রাম মাঝি- ২০১৫-র জানুয়ারিতে জনতার দরবার অনুষ্ঠান চলাকালীন এক যুবক জুতো ছোড়েন বিহারের মুখ্যমন্ত্রী রাম মাঝির দিকে তাক করে।
জর্জ বুশ- ২০০৮ সালের ডিসেম্বরে বাগদাদে সাংবাদিক সম্মেলন চলাকালীন তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের দিকে নিজের দুটো জুতোই ছুড়ে দিয়েছিলেন এক ইরাকি সাংবাদিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -