Shoe Thrown at Political leaders : জুতোর উড়ে এসেছিল যে নেতাদের দিকে...

Partha Chatterjee : জোকা ইএসআইতে স্বাস্থ্যপরীক্ষার মুখে ঢোকার পথে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন শুভ্রা ঘোড়ুই।

shoe, প্রতীকী চিত্র

1/10
পার্থ চট্টোপাধ্যায়ের আগেও জনসাধারণের জুতোর নিশানা হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। দেখে নেওয়া যাক সেই তালিকা।
2/10
রাহুল গান্ধী- ২০১২-র জানুয়ারীতে দেহরাদুনে নির্বাচনী মিছিল করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।
3/10
অরবিন্দ কেজরিওয়াল- রাজধানীতে সাংবাদিক সম্মেলন চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতো ছোড়েন আম আদমি সেনার সদস্য বেদ প্রকাশ। ৯ এপ্রিল ২০১৬-র ঘটনা।
4/10
লালকৃষ্ণ আদবাণী- ২০০৯ সালে এক সভামঞ্চে ওঠার পথে কাঠের চপ্পল উড়ে গিয়েছিল লালকৃষ্ণ আদবাণীর দিকে।
5/10
মনমোহন সিংহ- ২০০৯ সালে আমদাবাদে এক মিছিলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো।
6/10
ওমর আবদুল্লাহ- ২০১০ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের দিকে বুট ছুড়েছিলেন এক পুলিশকর্মী।
7/10
পি চিদম্বরম- ২০০৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের দিকে জুতো ছুড়েছিলেন এক সাংবাদিক।
8/10
ওমর আবদুল্লাহ- ২০১০ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের দিকে বুট ছুড়েছিলেন এক পুলিশকর্মী।
9/10
রাম মাঝি- ২০১৫-র জানুয়ারিতে জনতার দরবার অনুষ্ঠান চলাকালীন এক যুবক জুতো ছোড়েন বিহারের মুখ্যমন্ত্রী রাম মাঝির দিকে তাক করে।
10/10
জর্জ বুশ- ২০০৮ সালের ডিসেম্বরে বাগদাদে সাংবাদিক সম্মেলন চলাকালীন তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের দিকে নিজের দুটো জুতোই ছুড়ে দিয়েছিলেন এক ইরাকি সাংবাদিক।
Sponsored Links by Taboola