Star Explosion: মহাকাশে বিস্ফোরণ! বিশালাকার নক্ষত্র ভেঙে ছড়িয়ে পড়ল গ্যালাক্সিতে

pexels-pixabay-2150

1/7
আচমকাই মহাকাশে ধরা পড়েছে এক তীব্র আলোর ছটা। নাসার হাবল টেলিস্কোপে ধরা পড়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। একটি লাল সুপারজায়ান্ট নক্ষত্র বিস্ফোরিত হয়ে একটি সুপারনোভা তৈরি করল। প্রতীকী ছবি।
2/7
এক নাটকীয় দৃশ্য ধরা পড়েছে টেলিস্কোপে। একটি তারার আত্ম-ধ্বংসও বলা যায়। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এর গবেষকদের নেতৃত্বে ১৩০ দিন ধরে এই নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করা হয়। ফাইল ছবি
3/7
দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এমনভাবে নক্ষত্র বিস্ফোরণ সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১২ কোটি আলোকবর্ষ দূরে একটি গ্যালাক্সিতে এই ঘটনা ঘটে। ছবি- নাসার হাবল টেলিস্কোপ সূত্রে পাওয়া
4/7
জ্যোতির্বিজ্ঞানীদের কথায়, সূর্যের থেকেও এই নক্ষত্রটি প্রায় ১২ গুণ বেশি ভারী। বিস্ফোরণের সময় আলোর ছটায় ভরে যায় গ্যালাক্সি। প্রতীকী ছবি
5/7
তবে আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সির থেকে আয়তনে ছোট এনজিসি ৫৭৩১। প্রাপ্তবয়স্ক একাধিক নক্ষত্র রয়েছে এই গ্যালাক্সিতে।
6/7
বিস্ফোরণের ফলে তারাদের জন্ম ও মৃত্যু হয়। যার ফলে তৈরি হয় সুপারনোভা। যে আলোর ছটা দেখা যায় মহাকাশে। যদিও এই ঔজ্জ্বল্য সাময়িক সময়ের জন্য থাকে। প্রতীকী ছবি
7/7
তবে তারার ধ্বংসাবশেষ মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোনও কোনও সময় সেখান থেকে হোয়াইট ডোয়ার্ফ স্টার বা বামন তারার জন্মও হয়। প্রতীকী ছবি
Sponsored Links by Taboola