Star Explosion: মহাকাশে বিস্ফোরণ! বিশালাকার নক্ষত্র ভেঙে ছড়িয়ে পড়ল গ্যালাক্সিতে
আচমকাই মহাকাশে ধরা পড়েছে এক তীব্র আলোর ছটা। নাসার হাবল টেলিস্কোপে ধরা পড়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। একটি লাল সুপারজায়ান্ট নক্ষত্র বিস্ফোরিত হয়ে একটি সুপারনোভা তৈরি করল। প্রতীকী ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক নাটকীয় দৃশ্য ধরা পড়েছে টেলিস্কোপে। একটি তারার আত্ম-ধ্বংসও বলা যায়। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এর গবেষকদের নেতৃত্বে ১৩০ দিন ধরে এই নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করা হয়। ফাইল ছবি
দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এমনভাবে নক্ষত্র বিস্ফোরণ সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১২ কোটি আলোকবর্ষ দূরে একটি গ্যালাক্সিতে এই ঘটনা ঘটে। ছবি- নাসার হাবল টেলিস্কোপ সূত্রে পাওয়া
জ্যোতির্বিজ্ঞানীদের কথায়, সূর্যের থেকেও এই নক্ষত্রটি প্রায় ১২ গুণ বেশি ভারী। বিস্ফোরণের সময় আলোর ছটায় ভরে যায় গ্যালাক্সি। প্রতীকী ছবি
তবে আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সির থেকে আয়তনে ছোট এনজিসি ৫৭৩১। প্রাপ্তবয়স্ক একাধিক নক্ষত্র রয়েছে এই গ্যালাক্সিতে।
বিস্ফোরণের ফলে তারাদের জন্ম ও মৃত্যু হয়। যার ফলে তৈরি হয় সুপারনোভা। যে আলোর ছটা দেখা যায় মহাকাশে। যদিও এই ঔজ্জ্বল্য সাময়িক সময়ের জন্য থাকে। প্রতীকী ছবি
তবে তারার ধ্বংসাবশেষ মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোনও কোনও সময় সেখান থেকে হোয়াইট ডোয়ার্ফ স্টার বা বামন তারার জন্মও হয়। প্রতীকী ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -