Belur Math ১৮ অগাস্ট থেকে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ

বেলুড় মঠ

1/10
করোনা আবহে ১৮ অগাস্ট থেকে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ।
2/10
জারি হচ্ছে কিছু নতুন নিয়ম-বিধি। সেই নিয়ম মানলে, তবেই মিলবে মঠে ঢোকার অনুমতি।
3/10
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায়, এপ্রিল মাসে বন্ধ হয়েছিল বেলুড় মঠের দরজা।
4/10
তবে সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায়, আগামী ১৮ অগাস্ট থেকে ফের খুলছে বেলুড় মঠ।
5/10
সকাল ৮ থেকে সকাল ১১টা এবং বিকেল ৪ থেকে পৌনে ছটা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।
6/10
তবে ভক্তদের প্রবেশে থাকছে, কিছু নতুন কড়া নিয়ম বিধি।
7/10
করোনা ভ্যাকসিনের দুটি ডোজের সংশাপত্র, অথবা ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলে, তবেই মিলবে মঠে ঢোকার অনুমতি। বাধ্যতামূলক পরিচয়পত্রও।
8/10
গত ২৪ জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ।
9/10
সেদিন করোনা বিধি মেনে মঠে ঢুকতে পেরেছিলেন দর্শনার্থীরা।
10/10
তারপর ১৮ অগাস্ট ফের খুলবে বেলুর মঠের দরজা।
Sponsored Links by Taboola