Belur Math ১৮ অগাস্ট থেকে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ
করোনা আবহে ১৮ অগাস্ট থেকে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজারি হচ্ছে কিছু নতুন নিয়ম-বিধি। সেই নিয়ম মানলে, তবেই মিলবে মঠে ঢোকার অনুমতি।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায়, এপ্রিল মাসে বন্ধ হয়েছিল বেলুড় মঠের দরজা।
তবে সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায়, আগামী ১৮ অগাস্ট থেকে ফের খুলছে বেলুড় মঠ।
সকাল ৮ থেকে সকাল ১১টা এবং বিকেল ৪ থেকে পৌনে ছটা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।
তবে ভক্তদের প্রবেশে থাকছে, কিছু নতুন কড়া নিয়ম বিধি।
করোনা ভ্যাকসিনের দুটি ডোজের সংশাপত্র, অথবা ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলে, তবেই মিলবে মঠে ঢোকার অনুমতি। বাধ্যতামূলক পরিচয়পত্রও।
গত ২৪ জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ।
সেদিন করোনা বিধি মেনে মঠে ঢুকতে পেরেছিলেন দর্শনার্থীরা।
তারপর ১৮ অগাস্ট ফের খুলবে বেলুর মঠের দরজা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -