Cooch Behar: করোনা আবহে রক্তের সংকট মেটাতে উদ্যোগ কোচবিহারের ডব্লিউবিসিএস আধিকারিকদের
করোনা আবহের মাঝে বিভিন্ন ব্ল্যাড ব্যাঙ্কের রক্ত সংকট দূর করতে বিশেষ উদ্যোগ কোচবিহারের ডব্লিউবিসিএস আধিকারিকদের (তথ্য ও ছবি-শুভেন্দু ভট্টাচার্য)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) অ্যাসোসিয়েশন কোচবিহার শাখার পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।
কোচবিহার জেলা শাসক দপ্তর সংলগ্ন উৎসব ভবনে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের।
এই রক্তদান শিবিরে ১৫০ জনের বেশি আধিকারিক ও অন্যান্য ইচ্ছুক ব্যক্তিরা রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার রাজীব প্রসাদ।
করোনা আবহে রক্তের প্রয়োজনীয়তা ফের একবার উপলব্ধি করেছেন সকলে। তাই এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে আসেন অনেক স্থানীয়রা।
অনুষ্ঠানে হাজির ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন।
করোনা আবহে রক্তের সংকট মেটাতে যেভাবে উদ্যোগী হয়ে এই শিবিরের আয়োজন তাতে সাধারণ মানুষ রক্তদানে উৎসাহিত হবে বলেই জানান তিনি।
অনুষ্ঠানে হাজির ছিলেন কোচবিহারের ডেপুটি ম্যাজিস্ট্রেট রীক সপ্তর্শও (রক্তদান করছেন)।
বর্তমান সময়ে রক্তের সংকট কাটানোর জন্য সামাজিক দায়িত্ব পালন করতে পারাটাই বড় প্রাপ্তি বলে জানান তিনি।
কোচবিহার মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে রক্ত দেওয়া হয়েছে। (তথ্য ও ছবি-শুভেন্দু ভট্টচার্য, কোচবিহার)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -