WB Corona Full Guidelines:আগামী দু'সপ্তাহ রাজ্যে আরও কড়াকড়ি, কী কী বন্ধ থাকছে, কোথায় ছাড়
করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রনে আগামী দু-সপ্তাহর জন্য রাজ্যে আরও কড়াকড়ি করা হল। কাল থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যে কড়াকড়ি চলবে। মুখ্যসচিব এ কথা জানিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে।
শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে।
মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান সকাল ৭-১০ টা অবধি খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে।
ব্যাঙ্ক ১০টা থেকে ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে, এটিএম চালু থাকবে
রাজ্যের মধ্যে জরুরি পরিষেবা ছাড়া পণ্য পরিবহণ বন্ধ। সব ধরণের জমায়েত বন্ধ থাকবে।জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যাতায়াতে নিয়ন্ত্রণ।
পেট্রোল পাম্প, অটো রিপেয়ার শপ খোলা থাকবে
বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি আমন্ত্রিত নয়।সৎকারে ২০ জনের বেশি জমায়েত নয়।বিধিনিষেধ না মানলে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে।
৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান খোলা থাকবে। জুট মিলগুলিকে ৩০ শতাংশ শ্রমিক নিয়ে চালু রাখার অনুমতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -