Cyclone Jawad: গতিপথ বদলে বাংলার দিকে ঘুরল ঘূর্ণিঝড় জওয়াদ, কী কী সতর্কতা নেওয়া উচিত?

cyclone jawad,

1/7
ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় জওয়াদ।আজ সকালের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে জওয়াদ। পুরী উপকূলেই ধেয়ে আসবে ঘূর্ণিঝড় জওয়াদ। ইতিমধ্যেই উত্তাল পুরীর সমুদ্র।
2/7
ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার দিকে হলেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জওয়াদের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়।
3/7
দুর্যোগের সময় পাকা বাড়িতে থাকার চেষ্টা করুন। আশ্রয় নেওয়ার জন্য নির্ধারিত বাড়ির আশপাশে গাছের ডালপালা আসন্ন ঝড়ের আগেই কেটে রাখুন, যাতে ঝড়ে গাছগুলো ভেঙে বা উপড়ে না যায়।
4/7
ঝড়ের আগে ফোন চার্জ দিয়ে রাখুন ৷ ঘূর্ণিঝড়ের সময়ে ফোনের টাওয়ার পেতে সমস্যা হলে এসএমএস-এর ব্যবহার করুন ৷
5/7
ঝড়ের আগে কোনও গুজব ছড়াবেন না, কিংবা গুজবে কান দেবেন না ৷ আতঙ্কিত হবেন না ৷ জরুরি কাগজপত্র এবং নথি ওয়াটার প্রুফ ফাইলে রাখার চেষ্টা করুন ৷
6/7
অত্যাবশ্যকীয় জিনিস হাতের কাছে রাখুন ৷ মোমবাতি, টর্চ প্রভৃতি হাতের কাছে রাখুন ৷ জরুরি কিছু ওষুধ এবং মেডিকেল সামগ্রী নিজের সঙ্গে রাখুন ৷
7/7
ঝড়ের সময়ে বাড়ির ইলেকট্রিকের মেইন বন্ধ রাখুন ৷ গ্যাস ওভেন চালু রাখবেন না ৷ঝড়ের সময়ে যদি আপনি বাড়ির বাইরে থাকেন, তাহলে কোনও বিপজ্জনক বাড়িতে আশ্রয় নেবেন না ৷
Sponsored Links by Taboola