Cyclone Jawad: গতিপথ বদলে বাংলার দিকে ঘুরল ঘূর্ণিঝড় জওয়াদ, কী কী সতর্কতা নেওয়া উচিত?
ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় জওয়াদ।আজ সকালের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে জওয়াদ। পুরী উপকূলেই ধেয়ে আসবে ঘূর্ণিঝড় জওয়াদ। ইতিমধ্যেই উত্তাল পুরীর সমুদ্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার দিকে হলেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জওয়াদের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়।
দুর্যোগের সময় পাকা বাড়িতে থাকার চেষ্টা করুন। আশ্রয় নেওয়ার জন্য নির্ধারিত বাড়ির আশপাশে গাছের ডালপালা আসন্ন ঝড়ের আগেই কেটে রাখুন, যাতে ঝড়ে গাছগুলো ভেঙে বা উপড়ে না যায়।
ঝড়ের আগে ফোন চার্জ দিয়ে রাখুন ৷ ঘূর্ণিঝড়ের সময়ে ফোনের টাওয়ার পেতে সমস্যা হলে এসএমএস-এর ব্যবহার করুন ৷
ঝড়ের আগে কোনও গুজব ছড়াবেন না, কিংবা গুজবে কান দেবেন না ৷ আতঙ্কিত হবেন না ৷ জরুরি কাগজপত্র এবং নথি ওয়াটার প্রুফ ফাইলে রাখার চেষ্টা করুন ৷
অত্যাবশ্যকীয় জিনিস হাতের কাছে রাখুন ৷ মোমবাতি, টর্চ প্রভৃতি হাতের কাছে রাখুন ৷ জরুরি কিছু ওষুধ এবং মেডিকেল সামগ্রী নিজের সঙ্গে রাখুন ৷
ঝড়ের সময়ে বাড়ির ইলেকট্রিকের মেইন বন্ধ রাখুন ৷ গ্যাস ওভেন চালু রাখবেন না ৷ঝড়ের সময়ে যদি আপনি বাড়ির বাইরে থাকেন, তাহলে কোনও বিপজ্জনক বাড়িতে আশ্রয় নেবেন না ৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -