Cyclone Yaas Precautions: আমফানের থেকেও নাকি ভয়ঙ্কর! ঘূর্ণিঝড় ইয়াসের প্রেক্ষিতে মেনে চলুন এই সতর্কবার্তাগুলি
Cyclone Yaas precautions Do Donts regarding electric line cable general suggestions
1/10
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার দুপুরে তা আছড়ে পড়বে পারাদ্বীপ-সাগরের মাঝে বালেশ্বরে। পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি। দুই ২৪ পরগনায় ১০০ কিমি, কলকাতায় ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা।
2/10
ওড়িশা দিয়ে ঢুকছে ইয়াস। স্থলভাগে ঢোকার সময় সমুদ্রে ২ থেকে ৪ মিটার জলোচ্ছ্বাসের আশঙ্কা। এই অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে জারি হয়েছে বেশ কিছু সতর্কবার্তা।
3/10
বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়লে সেটা নিজেরা কাটবেন না। খোঁজ দিন বিদ্যুৎ দফতরে। দাঁড়াবেন না বৈদ্যুতিক খুঁটির কাছে।
4/10
জমা জলে তার পড়ে থাকলে সেটি স্পর্শ করবেন না। বিদ্যুতের তার ছিঁড়ে চাষের জমিতে পড়ে থাকলে তাতে হাত দেবেন না।
5/10
ঝড়ের সময় বাইরে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকুন। বাড়ির সমস্ত বিদ্যুতির সরঞ্জাম লাইন থেকে বিচ্ছিন্ন করে রাখুন।
6/10
এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, খুঁটি উপরে যাওয়া, গাছ পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসনের দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
7/10
পানীয় ও ব্যবহার্য জল ও শুকনো খাবার পারলে আলাদা জোগাড় করে ব্যবস্থা করে রাখুন। সতর্ক থাকুন তবে আতঙ্কিত হবেন না।
8/10
সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, যেটুকু খবর আমফানের চেয়েও ভয়ঙ্কর হতে পারে ইয়াস। রাজ্যের ২০টি জেলায় মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
9/10
জমা জলে তার পড়ে থাকলে তাতে হাত দেবেন না। ঝড়ের মাঝে বাইরে বেরিয়ে থাকলেও ঝোড়ো গতি বাড়লে কোনও নিরাপদ জায়গায় দাঁড়িয়ে পড়ুন।
10/10
আমফানের থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন জলযান থেকে ট্রেন পাড়ের কোনও শক্ত খুঁটির সঙ্গে বেঁধে রাখা হচ্ছে। যেখানে ঘূর্ণিঝড়ে আশঙ্কা ইতিমধ্যে সেখানকার নদীর তীরের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।
Published at : 25 May 2021 12:22 AM (IST)