Dakhineshwar Metro Photos: দক্ষিণেশ্বর মেট্রোর অন্দরমহল ঠিক কীরকম, উদ্বোধনের আগে দেখে নিন একঝলকে
আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোর। তৈরি হয়ে গিয়েছে স্টেশন, টার্মিনাল, সবকিছুই। মেট্রোর অন্দরমহল কেমন তৈরি হয়েছে? রইল সেই ছবিই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেট্রো সূত্রে খবর, পথের দৈর্ঘ্য বাড়লেও, এখনই বাড়ছে না ভাড়া। সপ্তাহের কাজের দিনগুলিতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে আপ-ডাউনে ৭৯ জোড়া ট্রেন চলবে।
সোমবার চুঁচুড়ার ডানলপ ময়দানের সরকারি মঞ্চ থেকে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার থেকে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া মেট্রো রুটে যাত্রী পরিষেবাও শুরু হয়ে যাবে। নর্থ-সাউথ মেট্রোয় এতদিন পর্যন্ত নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া পর্যন্ত রেক চলত ৷
দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় ৷ শেষ মেট্রো রাত সাড়ে ৯টায় ৷ কাজের দিনে মোট ১৫৮টি মেট্রো চলবে ৷ অফিস টাইমে ৬ মিনিট অন্তর ট্রেন চলবে ৷
পথ বাড়লেও সর্বোচ্চ ভাড়া বাড়ছে না ৷ দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া মেট্রোর ভাড়া ২৫ টাকা ৷
সম্প্রসারণের পর যুক্ত হয়েছে আরও দুটি নতুন স্টেশন। বরাহনগর ও দক্ষিণেশ্বর ৷ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোপথের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিলোমিটার ৷
দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবার টাইম টেবিলও তৈরি। কলকাতা মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায় ৷
সপ্তাহের কাজের দিনগুলোতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে আপ-ডাউনে মোট ১৫৮টি রেক চলবে ৷ ছুটির দিনে সেই সংখ্যাটা হবে ১৫৬ ৷ অফিস টাইমে ৬ মিনিট ছাড়া মিলবে মেট্রো।
২০১০-১১ অর্থবর্ষে রেলমন্ত্রী থাকাকালীন নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ শুরুর সময় জমি নিয়ে জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে গড়াতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রোর চাকা। (সব ছবি ও তথ্য- অরিত্রিক ভট্টাচার্য)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -