Darjeeling: অফ-রুট পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে মিরিকের এই জলপ্রপাত
উত্তরবঙ্গে পর্যটকদের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে এই জলপ্রপাত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্থানীয়রা এই জলপ্রপাতের নাম দিয়েছেন 'আসালি'
স্থানীয়দের মতে, যদি এখানকার পরিকাঠামো উন্নত করা যায়, তাহলে, এই এলাকাটি রাজ্য পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে।
আপাতত, স্থানীয়রা এবং অফ-রুট পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে এই জলপ্রপাত।
স্থানীয়দের দাবি, এটিই হল মিরিকের সবচেয়ে সুন্দর জলপ্রপাত।
তাঁদের আরও দাবি, আগামী দিনে এই জায়গাটি অনেক পর্যটককে আকৃষ্ট করবে।
স্থানীয়রা জানান, এই জলপ্রপাত নাকি প্রায় ৩০০ ফুট উঁচু থেকে পড়ছে।
দার্জিলিং জেলায় মিরিক মহকুমা এলাকায় রয়েছে এই জলপ্রপাত। ভারত-নেপাল সীমান্ত লাগোয়া সৌরেনি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে এই জলপ্রপাত। শিলিগুড়ি থেকে মেরেকেটে ৪ ঘণ্টার রাস্তা।
শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে ফুগাড়ি হাই স্কুল বা ফুগাড়ি চা বাগান থেকে পাহাড়ি পথে ৯ কিলোমিটার নিচে নামলে অবস্থিত খারবানি গ্রামে রয়েছে এই জলপ্রপাত। যা গিয়ে মিশেছে মেছি নদীতে।
সব তথ্য ও ছবি সৌজন্য - মোহন প্রসাদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -