Darjeeling: অফ-রুট পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে মিরিকের এই জলপ্রপাত
অফ-রুট পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে মিরিকের এই জলপ্রপাত
1/10
উত্তরবঙ্গে পর্যটকদের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে এই জলপ্রপাত।
2/10
স্থানীয়রা এই জলপ্রপাতের নাম দিয়েছেন 'আসালি'
3/10
স্থানীয়দের মতে, যদি এখানকার পরিকাঠামো উন্নত করা যায়, তাহলে, এই এলাকাটি রাজ্য পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে।
4/10
আপাতত, স্থানীয়রা এবং অফ-রুট পর্যটকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে এই জলপ্রপাত।
5/10
স্থানীয়দের দাবি, এটিই হল মিরিকের সবচেয়ে সুন্দর জলপ্রপাত।
6/10
তাঁদের আরও দাবি, আগামী দিনে এই জায়গাটি অনেক পর্যটককে আকৃষ্ট করবে।
7/10
স্থানীয়রা জানান, এই জলপ্রপাত নাকি প্রায় ৩০০ ফুট উঁচু থেকে পড়ছে।
8/10
দার্জিলিং জেলায় মিরিক মহকুমা এলাকায় রয়েছে এই জলপ্রপাত। ভারত-নেপাল সীমান্ত লাগোয়া সৌরেনি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে এই জলপ্রপাত। শিলিগুড়ি থেকে মেরেকেটে ৪ ঘণ্টার রাস্তা।
9/10
শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে ফুগাড়ি হাই স্কুল বা ফুগাড়ি চা বাগান থেকে পাহাড়ি পথে ৯ কিলোমিটার নিচে নামলে অবস্থিত খারবানি গ্রামে রয়েছে এই জলপ্রপাত। যা গিয়ে মিশেছে মেছি নদীতে।
10/10
সব তথ্য ও ছবি সৌজন্য - মোহন প্রসাদ।
Published at : 03 Aug 2021 05:49 PM (IST)