ভ্যাকসিনের দুটি ডোজ থেকে কোভিড টেস্ট, রাজ্যের একাধিক পর্যটন কেন্দ্রে একগুচ্ছ নির্দেশিকা জারি
রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ, নিম্নমুখী মৃতের সংখ্যাও। এই আবহে ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রগুলিতে। পর্যটকদের আনাগোনায় রীতিমতো গমগম করছে দিঘা। কোভিড বিধি অমান্য করেই সৈকতে ঘুরছেন পর্যটকদের বড় অংশ। অধিকাংশ পর্যটকেরই নেই মাস্ক। কার্যত গা ঘেঁষাঘেঁষি করে চলছে সমুদ্রস্নান। এই অবস্থায় সচেতনতায় জোর দিল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপর্যটকদের হোটেলে থাকার জন্য জারি করেছে। হোটেল মালিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, কোনও পর্যটককে রুম ভাড়া দেওয়ার আগে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ কিনা দেখতে হবে। অথবা, কারও ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে, তাঁকে রুম ভাড়া দেওয়া যাবে।
ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে দার্জিলিঙে পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। দার্জিলিংয়ে ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে ঢোকা যাবে না। এমনই নির্দেশ জারি করেছেন দার্জিলিঙের জেলাশাসক।
বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলিতে কড়া বিধি নিষেধ জারি করেছে প্রশাসন। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ববিধি বজায় রাখার উপর নির্দেশিকা জারি করা হয়েছে।
হোটেলগুলিতে থাকতে হলে আরটিপিসিআর টেস্ট ও ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার জেলাশাসক কে রাধিকা আইয়ার এই নির্দেশিকা জারি করেছেন। একই সঙ্গে সব ধরণের কোভিড নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।
শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বিশ্বভারতী। সঙ্গে শান্ত-স্নিগ্ধ প্রকৃতি। তার সঙ্গে অদূরে, তারাপীঠ-বক্রেশ্বর, কঙ্কালীতলা। ৫১ সতীপীঠের অন্যতম। সেখানেও জারি হয়েছে করোনা বিধি।
বীরভূমের জেলাশাসক নির্দেশ দিয়েছেন, পর্যটকদের হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই দেখাতে হবে, ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট। অথবা, ৭২ ঘণ্টার মধ্যে করা RT-PCR রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে থাকা যাবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -