করোনার কোপ জীবিকায়, টানা লকডাউনে ধুঁকছে বলাগড়ের নৌ-শিল্প
বলাগড়ে অন্যতম শিল্প নৌ শিল্প। এই জীবিকার ওপর নির্ভর করেই দিন গুজরান স্থানীয়দের বেশিরভাগের। তবে করোনা বাধ সেধেছে জীবিকায়। অতিমারিতে প্রায় বিলুপ্তির পথে শিল্প। (সব ছবি ও তথ্য সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যবসায়ীরা বলছেন প্রায় দু'বছর ধরে লকডাউন চলছে, কাঁচা মালের অভাব বেড়েছে। করাত কল থেকে আরম্ভ করে মার্কেট, সবকিছুই বন্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘ ২ বছর। ট্রেন-বাস বন্ধ থাকার কারণে ক্রেতারাও আসতে পারছে না এখানে। ফলে ব্যবসায়ে কার্যত ধস নেমেছে।
প্রতিবছর বর্ষাকালে নৌকার চাহিদা অনেকটাই বেশি থাকে। বন্যা কবলিত জাগায়গুলোতে এখান থেকে নৌকা নিয়ে যাওয়া হত অন্যান্য বছরে। এবার সেই ক্রেতাও নেই। ব্যবসায়ীরা বলছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ব্যবসা চালাবার জন্য লোন নিয়ে ফেলেছেন তাঁরা। তবে এই আকালের দিনে সেটাও শোধ করতে নাভীশ্বাস উঠছে।
এলাকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এ বিষয়ে জানিয়েছেন, 'আমি এই প্রথমবার বিধায়ক হয়েছি, বিষয়টি খতিয়ে দেখব।' তবে তিনি এও জানিয়েছেন যে, রাজ্য সরকার অন্যভাবে এই ব্যবসাকে সাহায্য করছিল। এই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, সমস্যার কথা জেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।
অন্যদিতে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কথায়, 'করোনা শুধু নৌ শিল্পেরই নয়, আরও অনেক শিল্পের ক্ষতি করেছে, তবে কীভাবে এই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো যায় তা নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন এবং সাধ্য মতো সাহায্য করবেন বলেও জানিয়েছেন তিনি। (সব ছবি ও তথ্য সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -