Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Holi 2021: দোলে রাশ টানা জরুরী, সতর্ক করল রাজ্য- কী করবেন না ?
কোভিড ১৯ অতিমারী এখনও সক্রিয় ৷ ভাইরাসের গঠনগত পরিবর্তনের ফলে যে কোনও সময় সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেতে পারে ৷ ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে কোভিডের প্রকোপ বাড়ছে ৷ তাই সাবধানতা অত্যন্ত জরুরী ৷ দোল বা হোলি উদযাপনেও রাশ টানা একান্ত জরুরী ৷ Photo: PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদোল উৎসব উপলক্ষে কোনও জমায়েত বা শোভাযাত্রা আয়োজন না করাই ঠিক কাজ হবে ৷ দোল এই বছরে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাক ৷ Photo: PTI
ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন ৷ শারীরিকভাবে খুব কাছে গিয়ে বা ধরে রং-আবির মাখাবেন না ৷ ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন ৷ দোকান, বাজার বা রেস্তোরাঁয় শারীরিক দূরত্ব-বিধি বজায় রাখার রাখুন ৷ Photo: PTI
বয়স্ক মানুষ, শিশু, গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের যে কোনও রকম ভিড় থেকে দূরে রাখুন ৷ মাস্ক না পরে একেবারেই বাড়ির বাইরে বের হবেন না ৷ Photo: PTI
বারে বারে সাবান-জল বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিন ৷ Photo: PTI
দোল বা হোলি উপলক্ষে ধর্মীয় স্থানে ভক্ত সমাগম হওয়ার সম্ভাবনা ৷ সেখানে প্রবেশ নিয়ন্ত্রণ এবং কোভিড সতর্কতা নিশ্চিত করাটা প্রয়োজন ৷ বিভিন্ন স্থানে যথেষ্ট সংখ্যায় হাত ধোওয়ার বেসিন এবং হাত স্যানিটাইজ করার ব্যবস্থা রাখতে হবে ৷ মূল মন্দির বা পূজাস্থলের ভিতরে কোনও ভক্ত যেন দীর্ঘ সময় না থাকেন ৷ এবং ওই স্থানে যেন হাওয়া চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা থাকে ৷ Photo: PTI
ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান সীমিত আকারে করে অনলাইনে সম্প্রচার করা যেতে পারে ৷ Photo: PTI (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -