PM Modi in Bangladesh: পৌঁছেই শ্রদ্ধা জাতীয় স্মৃতি সৌধে, জাতীয় দিবস উদযাপনে বাংলাদেশে মোদি
করোনাকালে প্রায় ১৫ মাস পর, বিদেশ সফরে প্রধানমন্ত্রী। দু’ দিনের সফরে আজ বাংলাদেশ রওনা দেন তিনি। সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকায় পৌঁছন মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি।
ঢাকায় পৌঁছেই জাতীয় স্মৃতি সৌধ দর্শন করেন মোদি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁর সাহসিকতা ও বলিদানকে শ্রদ্ধা জানাতেই নির্মিত হয়েছিল বাংলাদেশের এই জাতীয় স্মৃতিস্তম্ভ।
সেখানে তিনি একটি অর্জুন গাছের চারাও রোপণ করেন মোদি। ভিজিটর্স বুকে তিনি লেখেন, বাংলাদেশের দেশপ্রেমে প্রাণের বলিদান দেওয়া বীরদের আমার আন্তরিক শ্রদ্ধা। এই পবিত্রভূমিতে আসা প্রত্যেক মানুষ যেন মনে রাখেন সেই লক্ষ লক্ষ মানুষের কথা যাঁদের প্রাণরোধ করা হলেও কোনওদিনই কণ্ঠরোধ করা যায়নি।
এরপর বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক হয় তাঁর। সেখান থেকে বিকেল চারটে নাগাদ জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন মোদি। এরপর তিনি বাপু বঙ্গবন্ধু ডিজিটাস ভিডিও প্রদর্শনীর সূচনাও করেন তিনি।
এদিন বাংলাদেশের সংখ্যালঘু প্রতিনিধি সহ বিভিন্ন সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি, মুক্তিযোদ্ধা, ভারতবন্ধু ও সেদেশের যুব আইকনদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন করছে বাংলাদেশ। একইসঙ্গে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হচ্ছে।
বাংলাদেশ গঠনের ৫০ বছর ও ভারতের সঙ্গে ৫০ বছরের সম্পর্ককে উদযাপন করছে বাংলাদেশ। এই উপলক্ষে প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন নরেন্দ্র মোদি।
বাংলাদেশের এই উৎসবে ভারতের দুই বিখ্যাত শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এঁরা হলেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর ও সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।
কিন্তু তাঁর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন। তাৎপর্যপূর্ণভাবে কালই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ৮ দফা বিধানসভা ভোটের প্রথম পর্ব। কাল সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দেবেন মোদি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -