জরাজীর্ণ বৈদ্যবাটি রেল সেতুতে বন্ধ ভারী যান-চলাচল, কবে নতুন ব্রিজ? অপেক্ষায় সকলে

জরাজীর্ণ বৈদ্যবাটি রেল সেতুতে বন্ধ ভারী যান-চলাচল

1/8
হাওড়া-তারকেশ্বর রেললাইনের ওপর নির্মিত বৈদ্যবাটি ওভারব্রিজের অবস্থা জরাজীর্ণ।
2/8
ইতিমধ্যেই রেলওয়ের তরফে সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
3/8
ফলে ভারী যানবাহনগুলিকে ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
4/8
তেলের দাম বৃদ্ধির কারণে কপালে ভাঁজ গাড়ির মালিকদের। বাড়তি টাকা গুনতে হচ্ছে প্রত্যেকদিনই।
5/8
দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে এই সেতুর পাশে একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে।
6/8
হুগলি জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, রাস্তা সম্প্রসারণ কাজ শেষ হয়ে গেছে। সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেলের। ছয় মাস অন্তর পরীক্ষা করতে হয়। এখানে যদি কোনও বড় দুর্ঘটনা হয় তার দায়ভার পুরোটাই রেলকে নিতে হবে।
7/8
নতুন সেতু নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারের যতটুকু কাজ তা পুরোটাই সম্পূর্ণ হয়ে গেছে বলে জানান সুবীরবাবু।
8/8
তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবেই কাজটিকে ঢিলেমি করছে। সেই কারণেই এত বছরেও রেল-ব্রিজের অংশটুকু তৈরি করা হয়নি। (সব তথ্য ও ছবি - সৌরভ বন্দ্যাপাধ্যায়)
Sponsored Links by Taboola