Hooghly: প্লাবিত খানাকুল, শতাধিক গ্রামবাসীকে উদ্ধার বায়ুসেনার
রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলে প্লাবিত খানাকুল। উদ্ধারকাজে নামল সেনা। (তথ্য ও ছবি - সৌরভ বন্দ্যোপাধ্যায়)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল স্পিড বোটের সাহায্যে উদ্ধারকাজ চালাতে গিয়ে ব্যর্থ হয় এনডিআরএফ।
জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী অনুরোধ করায় উদ্ধারে নামে বায়ুসেনা।
বায়ুসেনার কপ্টারে করে আজ সকালে পূর্ব ঠাকুরানিচক এলাকা থেকে উদ্ধার করা হয় শতাধিক গ্রামবাসীকে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন জেলার কৃষি আধিকারিকরা।
এর পাশাপাশি, খানাকুলের বন্দিপুরে দ্বারকেশ্বর ও ঘোড়াদহে রূপনারায়ণের বাঁধ ভেঙে জল ঢুকছে।
বেশ কয়েকটি এলাকা বিচ্ছিন্ন। রাস্তার ওপর দিয়ে বইছে জল। দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে প্লাবিত জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ এলাকাও।
অন্যদিকে, ডিভিসির ছাড়া জলে ডাকাতিয়া খাল উপচে হরিপাল ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে কৃষি জমি জলমগ্ন। বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত কৃষকদের।
এখনও পর্যন্ত ২৮ হাজার হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত বলে জেলা কৃষি দফতর জানিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -