Global Warmimng: ভয়ঙ্কর ভাবে গলতে শুরু করল বরফের স্তর! ডুবে যেতে পারে বহু দেশ, সতর্কবার্তা বিজ্ঞানীদের
উষ্ণ হচ্ছে বিশ্ব। সময় যত এগোচ্ছে, ততই গলছে পৃথিবীর জমে থাকা বরফ, হিমবাহ। চলতি সপ্তাহে গ্রিনল্যান্ডে বরফ গলার যে ছবি সামনে এসেছে তা শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামাতে বাধ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডেনমার্ক সরকারের তরফে একদল বিজ্ঞানী এই বরফের বৈজ্ঞানিক চরিত্র নিয়ে কাজ করেছিলেন। তাঁরা দেখেন আচমকাই গলতে শুরু করেছে বরফ।
গবেষকরা জানিয়েছেন এর ফলে ফ্লোরিডার মতো অঞ্চল ২ ইঞ্চি জলে ঢুবে যেতে পারে অনায়াসে।
১৯৫০ সাল থেকে গ্রিনল্যান্ডের এই বরফের ওপর কাজ করা হচ্ছে। সেই সময় থেকে এই তৃতীয়বার যেখানে এমনভাবে বরফ গলার চিত্র সামনে এসেছে।
এর আগে দু'বার ২০১২ এবং ২০১৯ সালেও বরফ গলেছে রেকর্ড হারে। যদিও এবারের চিত্র অনেকটাই ভয়ের।
গবেষকরা বলছেন বুধবারের ঘটনাটি একটি বড় এলাকাকে প্রভাবিত করতে পারে।
কেন এত বরফ গলছে? বুধবার প্রায় ২২ গিগাটন বরফ গলছে। বেলজিয়ামের লিগে বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী জেভিয়ার ফেটওয়েসের মতে এর ফলে বাড়বে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও।
সমুদ্রে প্রায় ১০ গিগাটন বরফ গলে পড়তে শুরু করেছে। বিজ্ঞানীরা বায়ুমণ্ডলীয় পরিবর্তনকে এর নেপথ্যে রেখেছেন।
উষ্ণ বায়ুর প্রভাব বৃদ্ধি পাওয়ায় দ্রুত গলছে বরফ। গ্রীনল্যান্ডের উত্তরের গ্রীষ্মের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -