Students Credit Card: স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য কীভাবে আবেদন? জেনে নিন

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে পড়ুয়ারা (প্রতীকী চিত্র)

1/8
রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
2/8
ঘোষণা অনুযায়ী, স্টুডেন্ট ক্রেডিটকার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে পড়ুয়ারা। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের গ্যারেন্টার হবে রাজ্য সরকার।
3/8
প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীদের স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হবে।
4/8
এছাড়া, কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপের জন্যেও ঋণ দেওয়া হবে। ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধে পাবে।
5/8
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য পৃথক পোর্টাল করা হয়েছে। সেখান থেকে এই প্রকল্পের আবেদন করতে পারবে পড়ুয়ারা।
6/8
মমতা বলেন, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আজ থেকে পোর্টাল খোলা হল। সেই পোর্টালের নাম 'এগিয়ে বাংলা'।
7/8
ওই পোর্টালে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে। পাশাপাশি, উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আবেদন করা যাবে।
8/8
এছাড়া, ১৮০০১০২৮০১৪ টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে।
Sponsored Links by Taboola