সেবকে জাতীয় সড়কে ধস; কালিম্পং থেকে শিলিগুড়ি যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে যাত্রীরা
সেবকে করোনেশন ব্রিজের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে প্রায় এক কিলোমিটার জুড়ে ধস নামায় কালিম্পং থেকে শিলিগুড়ি যোগাযোগ বিচ্ছিন্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআটকে পড়েছে বহু গাড়ি। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গতকাল রাতে ব্যপক বৃষ্টি পর সেবক পাহাড়ে ধস নামে। যার ফলে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি ও সিকিমের মধ্যে যানচলাচল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেয় উদ্ধারকারী দল।
শেষ শ্রাবণের বৃষ্টিতে ভিজছে মহানগর। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আজ ও কাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।
বিহারের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আজ হলুদ সতর্কতা ও শুক্র ও শনিবার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -