কোভিড-বিধি না মানলে শহরে প্রবেশ নিষেধ; সংক্রমণ ঠেকাতে বর্ধমানজুড়ে চলছে নাকা চেকিং, মাস্ক বিলি
বর্ধমান শহরে ঢুকতে এবং শহর থেকে বেরতে পরতে হবে মাস্ক। এমনই কড়াকড়ি নিয়ম। ইতিমধ্যেই শহরের ২ জায়গায় নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। পড়ে শহরের বিভিন্নপ্রান্তে আরও নাকাচেকিং পয়েন্ট করা হবে বলে জানানো হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা বিধিনিষেধ নিয়ে বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় চলছে পুলিশের নজরদারি ও মাইকিং। বিলি করা হচ্ছে মাস্ক।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জন। রাজ্যে করোনাগ্রাফ নিম্নমুখী হলেও করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক জেলাপ্রশাসন।
image 4বর্ধমান শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ মোড়ে জেলা পুলিশের তরফ থেকে করা হচ্ছে নাকাচেকিং। মাস্ক পরেননি এমন কাউকে দেখলেই, সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করে তার নাম খাতায় নথিভুক্ত করে নেওয়া হচ্ছে।
করোনা আবহে কার্যত ত্রস্ত রাজ্য। তবু ছবিটা যেন কিছুতেই বদলাচ্ছে না। বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই।
এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউকে আটকানোর লক্ষ্যেই আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি।
জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন আরও জানিয়েছেন, শহরের চার জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা যেমন হয়েছে। তেমনি জেলার বিভিন্ন জায়গায় টহলদারি করছে পুলিশ।
শহরজুড়ে চলছে নাকা চেকিং। যাদের মুখে মাস্ক নেই তাদের যেমন সতর্ক হচ্ছে তেমনি তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাস্কও। নবান্নের নির্দেশ অনুযায়ী রাত ৯ টার পর যাঁরা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। (সব ছবি এবং তথ্য: কমলকৃষ্ণ দে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -