ধেয়ে আসছে দুর্যোগ, যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি সেনাবাহিনীর
অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে ধেয়ে আসছে ইয়াস। তার আগে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে পৌঁছে গিয়েছে সেনাবাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appত্রিপল, ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম সেনার পক্ষে মজুত করা হয়েছে দূর্গতদের দুর্যোগ থেকে রক্ষার পর আশ্রয় দিতে।
বুধবার দুপুরে বালেশ্বরের কাছে ল্যান্ডফল হবে ইয়াসের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়ের পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহযোগিতায় ইতিমধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় থাকা প্রচুর মানুষকে উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের পাশাপাশি জোয়ারের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল জলোচ্ছ্বাস হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ইতিমধ্যে সমুদ্র থেকে ফিরিয়ে আনা হয়েছে অনেক মৎসজীবীকে। আপাতত সমুদ্রে যেতে বারণের পাশাপাশি জলযানগুলি নিরাপদ দূরত্বে সরিয়ে রাখার বার্তাও দেওয়া হয়েছে।
রাজ্য প্রশাসনের সহযোগিতায় উপকূলবর্তী এলাকার বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণশিবির। পশ্চিমবঙ্গে ৯ লক্ষের মতো মানুষকে সরানো হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে।
আগেই বায়ুসেনার সাহায্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় পাঠানো হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা যে যে এলাকায়, সেখানে এসে পৌঁছে গিয়েছে প্রচুর সেনাও।
ঘূর্ণিঝড় ইয়াস যত এগিয়ে আসছে ততই যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালানো হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
পূর্ব মেদিনীপুরের দিঘায় সন্ধে থেকে বিভিন্ন সমুদ্র তীরবর্তী এলাকা ঘুরে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে শুরু করেছে তারা। ( সমস্ত ছবি সৌজন্য- PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -