Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নদিয়ার চাকদায় তৈরি ফাইবারের দুর্গা মূর্তি পাড়ি দিচ্ছে ফিজিতে
করোনাকালের অসুস্থ সময়ে আগমনী সুর। ভরা বর্ষায় অকাল শরতের গন্ধ মেখে নদিয়ার চাকদায় তৈরি মূর্তি পাড়ি দিচ্ছে ফিজিতে। টানা দুমাস জাহাজে চেপে সেখানে পৌঁছবে ফাইবারের মূর্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় ঢেউ থেকে এখনও নিস্তার মেলেনি। চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তার মাঝেই শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের উৎসবের কাউন্টডাউন।
যদিও, ঢাকে কাঠি পড়তে এখনও মাস তিনেক দেরি। ভরা বর্ষায় অকাল শরতের গন্ধ মেখে নদিয়ার চাকদার কেবিএম-এর বাসিন্দা অনুপ গোস্বামীর তৈরি মূর্তি পাড়ি দিচ্ছে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে।
ফাইবারের তৈরি এই মূর্তি পাড়ি দিচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র ফিজিতে।
টানা দুমাস জাহাজে চেপে সেখানে পৌঁছবে অনুপের হাতে গড়া দুর্গা, শিব, গণেশ, রাম ও হনুমানের মূর্তি।
১৩ ফুটের শিব। একচালির দুর্গা প্রতিমার উচ্চতা সাড়ে ৭ ফুট ফুট, ওজন ৩০০ কেজি। ফাইবারের তৈরি পাঁচটি প্রতিমা আলাদাভাবে কাঠের বাক্সবন্দি হয়ে পাড়ি দেবে ফিজিতে।
অনুপ গোস্বামী বললেন, দেশের মাটি ছাড়িয়ে তৃতীয়বার যাচ্ছে, খুব ভাল লাগছে। ৬ মাস ধরে করেছি, জুনে কাজ শেষ হয়েছে। প্যাকিং শেষ। গতবছর মে মাসে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘের মাধ্যমে এই পাঁচটি প্রতিমার অর্ডার পাই।
শিল্পী জানিয়েছেন, পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হলেই চাকদা থেকে খিদিরপুর হয়ে ফিজিতে পৌঁছবে প্রতিমাগুলি। (সব তথ্য ও ছবি-- সুজিত মণ্ডল)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -