Mahisadal Rajbari Rath: করোনা আবহে এবছরও গড়াবে না মহিষাদল রাজবাড়ির রথের চাকা
করোনা আবহে এবারেও গড়াবে না মহিষাদল রাজবাড়ির ২৪৫ বছরের পুরনো রথের চাকা। এবছর আর দেখা যাবে না, মহিষাদলের রথযাত্রার চেনা ছবি। তবে নিয়ম মেনে হবে রথের আচার-অনুষ্ঠান। (তথ্য ও ছবি - বিটন চক্রবর্তী)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও জাঁকজমকহীনভাবেই রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজপরিবার ও জেলা প্রশাসন।
১৭৭৬ সালে মহিষাদল রাজপরিবারের রানি জানকীদেবীর হাত ধরে রথযাত্রার শুরু। প্রথমে রথটি ১৭ চূড়ার হলেও পরবর্তীকালে তা কমে হয় ১৩ চূড়া।
মহিষাদলের রথের বৈশিষ্ট্য হল, রাজবাড়ির কূলদেবতা মদনগোপালজিউ-র সঙ্গে রথে ওঠেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
কিন্তু এবছর রথের বদলে পালকিতে করে রাজবাড়ির মন্দির থেকে দেবদেবীদের নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি। উল্টোরথের দিনও একইভাবে পালকি করে ফিরবেন তারা।
রথকে কেন্দ্র করে রাজবাড়ির অদূরে এক মাসের মেলা বসে। ভিড় জমান পূর্বমেদিনীপুর ছাড়াও আশপাশের জেলার বাসিন্দারা। তার দায়িত্বে থাকে মহিষাদল পঞ্চায়েত সমিতি। কিন্তু এবার এই আনন্দে করোনা কাঁটা।
মহিষাদলের এই রথ না চলায় মন খারাপ হলেও তা মেনে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুদিন ফেরার আশায় রয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার রাজবাড়ির সদস্য, পুলিশ প্রশাসনের এক বৈঠকে, রথযাত্রা উপলক্ষ্যে এবারে মেলা কিংবা জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিড় এড়াতে প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -