Yaas Cyclone in Bengal: শূন্য করে দিয়েছে ইয়াস, অসহায় হয়ে শুধু চেয়ে থাকা...
ধ্বংসলীলা চালিয়েছে ইয়াস। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তোড়ে ভেঙে চুরমার শংকরপুর সমুদ্র সৈকতের রিসর্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজলোচ্ছ্বাস দুমড়ে-মুচড়ে দিয়েছে বাড়িঘর। শংকরপুরে খোলা আকাশের নীচে সহায় সম্বলহীন হয়ে দাঁড়িয়ে।
খাবার-দাবার থেকে বাসনপত্র, সব কেড়ে নিয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। শংকরপুরে ধ্বংসস্তূপের মাঝে নতুন শুরুর চেষ্টা।
কাঁচা বাড়ির পাশপাশি রেহাই পায়নি পাকা বাড়িও। জলের তোড় ভেঙে দিয়েছে মাথা গোঁজার ঠাঁইটুকু। শংকরপুরে।
ইয়াসের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগণা। তাজপুরের সমুদ্রতটের বিস্তীর্ণ রাস্তা ভেঙে চুরমার।
দুমড়ে-মুচড়ে যাওয়া ঘর থেকে যদি কিছু পাওয়া যায়, মরিয়া চেষ্টা। শংকরপুরে।
তাজপুরের দগদগে ইয়াসের ক্ষত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর, হিঙ্গলগঞ্জ, দিঘার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেছেন।
আকাশপথে ওড়িশা ও পশ্চিমবঙ্গের পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
কেন্দ্রের তরফে বাংলা ও ঝাড়খণ্ডের জন্য পরিস্থিতি খতিয়ে দেখে ৫০০ কোটি বরাদ্দে কথা বলা হয়েছে। শংকরপুরের রিসর্ট মালিকরা আপাতত সরকারের সাহায্যেরই প্রত্যাশায়।
দিঘা ও সুন্দরবনের জন্য আলাদা করে ১০ হাজার কোটি করে কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়েছেন তিনি। তাজপুরের সমুদ্রসৈকত দেখলেই পরিষ্কার ধ্বংসলীলার ছবি।
শংকরপুর সহ বিভিন্ন জায়গার মানুষরা আপাতত অসহায় ইয়াসের দাপটে। কবে সুদিন ফিরবে, আপাতত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শুধু সেই অপেক্ষা। (ছবি সৌজন্য-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -