Monsoon Arrival in Bengal: দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা, আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির পূর্বাভাস
অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। দু-তিন দিনের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে গোটা রাজ্যেই। দিনভর বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ভরা কটালের বিধ্বংসী রূপ চোখে পড়েনি কোথাও। উত্তরবঙ্গে আগেই ঢুকে পড়েছে সে। এবার দক্ষিণবঙ্গেও পা রাখল বর্ষা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরেই বঙ্গে সুগম হল বর্ষা ঢোকার পথ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপটি ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী ও সুস্পষ্ট হবে। যার ফলে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কয়েকটি জেলায়। উপকূলের জেলাগুলিতে বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হবে রাজ্যর সর্বত্র।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বেশি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়ায়। নিম্নচাপের হাত ধরেই দু-তিন দিনে গোটা রাজ্যে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষার ঢোকার প্রথম দিনেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উত্তর থেকে গোটা দক্ষিণবঙ্গে।
কলকাতায় যখন ভারী বৃষ্টির পূর্বাভাস, তখন প্রবল বৃষ্টিতে ভাসল মুম্বই। সান্তাক্রুজে ১০৭ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। কোলাবা, দাদার, আন্ধেরী, মাহিমের বহু রাস্তায় জমে গেছে জল।
বঙ্গে বর্ষা ঢোকার পাশাপাশি, এদিন ছিল কটাল। হাওড়া-হুগলিতে গঙ্গাবক্ষে বাণ এলেও তার তীব্রত তেমন ছিল না। ঢুকে যেতে পারে গঙ্গার জল। ভাসতে পারে কলকাতার নিচু এলাকা। অমাবস্যার ভরা কটালে এমনই আশঙ্কা ছিল। তাই নেওয়া হয়েছিল আগাম প্রস্তুতি।
যদিও কলকাতা থেকে দিঘা - কোথাও দেখা গেল না কটালের ভয়াবহতার ছবি। স্বস্তির নিঃশ্বাস ফেলল বাংলা। আবহবিদরা জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ সরছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। তার প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ঘূর্ণিঝড় আর পূর্ণিমার কটালে কতটা ভয়াবহ হতে পারে, ২৬মে তা দেখেছে রাজ্য। তাই নিম্নচাপ আর অমাবস্যার কটাল নিয়েও দানা বেঁধেছিল আশঙ্কার মেঘ। কলকাতা থেকে জেলা-- সব জায়গায় নেওয়া হয় জোরদার প্রস্তুতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -