Hooghly TMC MLA: গাড়ি নয়, টোটো চালিয়েই 'দুয়ারে বিধায়ক'
একদিকে প্রতিবাদ, অপরদিকে জনসংযোগের মাধ্যম, এক দুইয়ের জন্য টোটো কিনলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহুগলির বলাগড়ের তৃণমূল বিধায়কের মনোরঞ্জন ব্যাপারী তাঁর বিধানসভা এলাকায় টোটো চড়েই পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে।
দামী গাড়ি বা সঙ্গে একঝাঁক নিরাপত্তারক্ষী নয়, নিজের সাধ্যের টোটোকেই ভরসা করে আপাতত বলাগড়ে দুয়ারে বিধায়ক।
সমাজকর্মী, লেখক হিসেবে এমনিতেই পরিচিত নাম মনোরঞ্জন ব্যাপারী, এবারে ভোটের ময়দানে জিতে জায়গা করে নিয়েছেন বিধানসভায়।
এককালে পেটের টানে তিনি চালিয়েছিলেন রিক্সাও।
এবারে তৃণমূলের প্রার্থী হওয়ার পর নিজেই রিস্কা চালিয়ে মনোনয়ন জমা দিতেও গিয়েছিলেন তিনি।
খেটে খাওয়া মানুষেরই তিনি প্রতিনিধি, এই বার্তা দিতেই গাড়ির বদলে তিনি কিনেছেন টোটো।
পাশাপাশি ব্যাটারি চালিত টোটো কেনার ভাবনার পিছনে রয়েছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতীকী প্রতিবাদও।
গত বুধবার নতুন টোটো কেনার পর থেকেই তাতে চেপেই নিজের বিধানসভা এলাকা চষে বেড়াচ্ছেন মনোরঞ্জন ব্যাপারী। (ছবি ও তথ্য- সৌরভ বন্দ্যোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -