Weather Update: বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, আগামীকাল থেকে আবহাওয়া উন্নতি হওয়ার পূর্বাভাস

ছবি সৌজন্যে- পিটিআই

1/9
দক্ষিণ বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর প্রভাবে আজও দিনভর রাজ্যজুড়ে বৃষ্টি। আগামীকাল থেকে উন্নতি হতে পারে আবহাওয়ার। আবহাওয়া দফতর সূ্ত্রে খবর, তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ছবি সৌজন্যে- পিটিআই
2/9
কখনও ঝিরিঝিরি। কখনও বা মুষলধারে। বৃষ্টি পড়েই চলেছে। আষাঢ়স্য প্রথম দিবসে, সেই যে মেঘদূত বৃষ্টি বয়ে এনেছিল। এখনও তার বিরাম নেই।
3/9
দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের সঙ্গেই তার ওপর সক্রিয় মৌসুমী বায়ু। জোড়া কারণে অবিরাম জলীয় বাস্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। ছবি সৌজন্যে- পিটিআই
4/9
আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া প্রভাবে আজও দিনভর বৃষ্টি হয় রাজ্যজুড়ে। ছবি সৌজন্যে- পিটিআই
5/9
বর্ষার শুরুতেই কোথাও বাজারে হাঁটুজল, কোথাও পাকা সড়কের ভাঙা গর্ত হয়ে উঠেছে মরণফাঁদ। জলযন্ত্রণায় জেরবার মুর্শিদাবাদ থেকে উত্তর ২৪ পরগনার মানুষজন। ছবি সৌজন্যে- পিটিআই
6/9
বুধবার রাতের প্রবল বৃষ্টির পর কেটে গেছে চার চারটে দিন। এখনও জলমগ্ন সরশুনার বিস্তীর্ণ এলাকা।
7/9
স্বস্তির খবর, পরিস্থিতির উন্নতি হতে পারে সোমবার থেকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি। ছবি সৌজন্যে- পিটিআই
8/9
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ছবি সৌজন্যে- পিটিআই
9/9
আর তার জেরে বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Sponsored Links by Taboola