Weather Update: বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, আগামীকাল থেকে আবহাওয়া উন্নতি হওয়ার পূর্বাভাস
দক্ষিণ বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর প্রভাবে আজও দিনভর রাজ্যজুড়ে বৃষ্টি। আগামীকাল থেকে উন্নতি হতে পারে আবহাওয়ার। আবহাওয়া দফতর সূ্ত্রে খবর, তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ছবি সৌজন্যে- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকখনও ঝিরিঝিরি। কখনও বা মুষলধারে। বৃষ্টি পড়েই চলেছে। আষাঢ়স্য প্রথম দিবসে, সেই যে মেঘদূত বৃষ্টি বয়ে এনেছিল। এখনও তার বিরাম নেই।
দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের সঙ্গেই তার ওপর সক্রিয় মৌসুমী বায়ু। জোড়া কারণে অবিরাম জলীয় বাস্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। ছবি সৌজন্যে- পিটিআই
আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া প্রভাবে আজও দিনভর বৃষ্টি হয় রাজ্যজুড়ে। ছবি সৌজন্যে- পিটিআই
বর্ষার শুরুতেই কোথাও বাজারে হাঁটুজল, কোথাও পাকা সড়কের ভাঙা গর্ত হয়ে উঠেছে মরণফাঁদ। জলযন্ত্রণায় জেরবার মুর্শিদাবাদ থেকে উত্তর ২৪ পরগনার মানুষজন। ছবি সৌজন্যে- পিটিআই
বুধবার রাতের প্রবল বৃষ্টির পর কেটে গেছে চার চারটে দিন। এখনও জলমগ্ন সরশুনার বিস্তীর্ণ এলাকা।
স্বস্তির খবর, পরিস্থিতির উন্নতি হতে পারে সোমবার থেকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি। ছবি সৌজন্যে- পিটিআই
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ছবি সৌজন্যে- পিটিআই
আর তার জেরে বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -