WB Election 2021: বুধবার মনোনয়ন পেশ, আগের দিন নন্দীগ্রামের একাধিক মন্দির-মাজারে শ্রদ্ধা মমতার
প্রার্থী ঘোষণার পর প্রথমবার নন্দীগ্রামের মাটিতে পা রেখে একাধিক মন্দির ও মাজারে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে যান সোনাচূড়ার বাসুলী মায়ের মন্দিরে। সেখানে পুজো দেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর যান, নন্দীগ্রামের গোকুলনগরের অধিকারী পাড়ার শহিদবেদীতে। সেখানে শ্রদ্ধা জানান তিনি।
সেখান থেকে নন্দীগ্রামের চণ্ডী মা-র মন্দিরে যান তৃণমূলনেত্রী। সেখানেও পুজো দেন।
সেখান থেকে যান পাশের কালীমন্দিরেও। সেখানেও পুজো দেন।
এরপর পাড়ুলবাড়ির শহিদ বেদীতে মাল্যদান করেন।
সেখান থেকে যান স্থানীয় মনসা মন্দিরে। সেখানেও পুজো দেন।
পরের গন্তব্য ছিল পাড়ুলবাড়ির দুর্গামন্দির। সেখানেও পুজো দেন। পরে গৌড়মাতার মন্দিরে যান। সেখানে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখান থেকে নন্দীগ্রামের সামশেরাবাদে একটি মাজারে যান। সেখানে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর জানকীনাথের মন্দিরে গিয়েও পুজো দেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -