Return Rath Yatra 2021: মেঘলা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই মাহেশে পালিত উল্টো রথ

মেঘলা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই মাহেশে পালিত উল্টো রথ

1/8
আজ মাহেশে পালিত হল উল্টো রথ। সকাল থেকে মেঘলা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভক্তরা মাহেশ জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনে এসে পুজো দেন। (সব তথ্য ও ছবি - সৌরভ বন্দ্যোপাধ্য়ায়)
2/8
এবার করোনার কারণে রথের চাকা গড়ায়নি রাজপথে। তবে রথযাত্রা উৎসব হয়েছে। রথের দিন মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল নারায়ণ শিলা।
3/8
আজ উল্টো রথের দিন বিকাল চারটের সময় হরিনাম সংকীর্তনের মাধ্যমে পদব্রজে সেই নারায়ণ শিলা জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হল।
4/8
আজ ভোরে মঙ্গল আরতির পর ভোগ নিবেদন হয়। তারপর জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ মন্দিরের চাতালে বের করা হয়। সেখানেই জগন্নাথ ভক্তদের দর্শন দেন।
5/8
সারাদিন পুজো পাঠের পর নারায়ণ শিলা মন্দিরে পৌঁছানোর পর গর্ভগৃহে এক হাজার শালগ্রাম শিলার উপর রত্নবেদিতে অধিষ্ঠান করেন জগন্নাথ দেব।
6/8
রথযাত্রার দিন যেহেতু রথের চাকা গড়ায়নি তাই জগন্নাথ বিগ্রহ মন্দিরের রন্ধনশালার পাশে অস্থায়ী মাসির বাড়িতে ছিলেন জগন্নাথ।
7/8
এক বছর গর্ভগৃহের রত্নবেদিতে থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত সৌমেন অধিকারী জানান,পুরী আর মাহেশে উৎকল মতে রথযাত্রা উৎসব হয়।
8/8
গতকাল অনেক জায়গায় উল্টো রথ হয়েছে তা শাক্ত মতে। উৎকল মতে সোজা রথের নয় দিনের মাথায় উল্টো রথ হয় পুরী ও মাহেশে।
Sponsored Links by Taboola