Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Return Rath Yatra 2021: মেঘলা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই মাহেশে পালিত উল্টো রথ
আজ মাহেশে পালিত হল উল্টো রথ। সকাল থেকে মেঘলা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভক্তরা মাহেশ জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনে এসে পুজো দেন। (সব তথ্য ও ছবি - সৌরভ বন্দ্যোপাধ্য়ায়)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার করোনার কারণে রথের চাকা গড়ায়নি রাজপথে। তবে রথযাত্রা উৎসব হয়েছে। রথের দিন মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল নারায়ণ শিলা।
আজ উল্টো রথের দিন বিকাল চারটের সময় হরিনাম সংকীর্তনের মাধ্যমে পদব্রজে সেই নারায়ণ শিলা জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হল।
আজ ভোরে মঙ্গল আরতির পর ভোগ নিবেদন হয়। তারপর জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ মন্দিরের চাতালে বের করা হয়। সেখানেই জগন্নাথ ভক্তদের দর্শন দেন।
সারাদিন পুজো পাঠের পর নারায়ণ শিলা মন্দিরে পৌঁছানোর পর গর্ভগৃহে এক হাজার শালগ্রাম শিলার উপর রত্নবেদিতে অধিষ্ঠান করেন জগন্নাথ দেব।
রথযাত্রার দিন যেহেতু রথের চাকা গড়ায়নি তাই জগন্নাথ বিগ্রহ মন্দিরের রন্ধনশালার পাশে অস্থায়ী মাসির বাড়িতে ছিলেন জগন্নাথ।
এক বছর গর্ভগৃহের রত্নবেদিতে থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত সৌমেন অধিকারী জানান,পুরী আর মাহেশে উৎকল মতে রথযাত্রা উৎসব হয়।
গতকাল অনেক জায়গায় উল্টো রথ হয়েছে তা শাক্ত মতে। উৎকল মতে সোজা রথের নয় দিনের মাথায় উল্টো রথ হয় পুরী ও মাহেশে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -