Sandalwood Seized From Dankuni: ডানকুনি থেকে বাজেয়াপ্ত ৬ টন চন্দন কাঠ

আজ ডানকুনি থানার পুলিশকর্মীরা এই চন্দন কাঠ বাজেয়াপ্ত করেন

1/8
হুগলির ডানকুনি থেকে আটক করা হল বিপুল পরিমাণে চন্দন কাঠ।
2/8
আজ ডানকুনি থানার পুলিশকর্মীরা এই চন্দন কাঠ বাজেয়াপ্ত করেন।
3/8
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ডানকুনি সাঁতরাপাড়ায় একটি লরি আটক করা হয়। সেই লরিতে ছিল প্রায় ৬ টন চন্দন কাঠ।
4/8
লরিটিতে আমের বস্তা রাখা ছিল। সেই বস্তা সরাতেই বেরিয়ে আসে চন্দন কাঠ।
5/8
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, লরিটি কর্ণাটক থেকে আসছিল। চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বলেছেন ,ডানকুনি দিল্লী রোডের পাশে একটি গোডাউনে লরি থেকে চন্দন কাঠ নামানো হচ্ছিল। ডানকুনি থানা খবর পেয়ে সেখানে হানা দেয়।
6/8
তদন্তকারীদের অনুমান, পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণে চন্দন কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল।
7/8
লরিটি থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃতরা হল ডেভিড সাউ ও মর্গান তিউয়ার, দুজনেই কলকাতার বাসিন্দা।
8/8
বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত করছে।(তথ্য ও ছবি- সৌরভ বন্দ্যোপাধ্যায়)
Sponsored Links by Taboola