নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাব, রাজ্যে এখনই থামছে না বৃষ্টি
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। সোম থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবিরাম। অবিরত। বারিধারা! সারাক্ষণ আকাশের মুখ ভার! কখনও ঝিরিঝিরি, কখনও মুসলধারে, আষাঢ়ের শুরুতেই হাবুডুবু কলকাতা থেকে জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির হাত থেকে রাজ্যবাসীর এখনই রেহাই নেই। রবিবার পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। পরিস্থিতির উন্নতি হতে পারে সোমবার থেকে।
একদিকে উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হওয়া নিম্নচাপ। অন্যদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। জোড়া প্রভাবে শনিবারও সকাল থেকেই বৃষ্টিস্নাত কলকাতা থেকে জেলা। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের তরফে জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
১৯ তারিখ অর্থাৎ শনিবার। ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সর্তকতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে।
অন্যদিকে ২০ তারিখ অর্থাৎ রবিবার ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায়। জারি করা হয়েছে কমলা সর্তকতা।
এর পাশাপাশি ২৪ ঘণ্টা সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিকে, বর্ষার শুরুতেই কলকাতার জল যন্ত্রণার জন্য এদিন নাম না করে প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তোলেন ফিরহাদ হাকিম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -