Madan Mitra: মাহেশে জগন্নাথ দর্শন করে বিপত্তারিণী পুজো মদনের, বাজালেন কাঁসরঘণ্টা
![Madan Mitra: মাহেশে জগন্নাথ দর্শন করে বিপত্তারিণী পুজো মদনের, বাজালেন কাঁসরঘণ্টা Madan Mitra: মাহেশে জগন্নাথ দর্শন করে বিপত্তারিণী পুজো মদনের, বাজালেন কাঁসরঘণ্টা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/13/60e37107f383c8db15e75fa71e6f0ed38fd23.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
আজ বিপত্তারিণী পুজো। হুগলির মাহেশে বিপত্তারিণী পুজো দিলেন মদন মিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Madan Mitra: মাহেশে জগন্নাথ দর্শন করে বিপত্তারিণী পুজো মদনের, বাজালেন কাঁসরঘণ্টা Madan Mitra: মাহেশে জগন্নাথ দর্শন করে বিপত্তারিণী পুজো মদনের, বাজালেন কাঁসরঘণ্টা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/13/84e421b7d082ac01735639f244d66ffb0ef2a.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
হুগলির মাহেশে জগন্নাথ দর্শন করে বিপত্তারিনী পুজো দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
![Madan Mitra: মাহেশে জগন্নাথ দর্শন করে বিপত্তারিণী পুজো মদনের, বাজালেন কাঁসরঘণ্টা Madan Mitra: মাহেশে জগন্নাথ দর্শন করে বিপত্তারিণী পুজো মদনের, বাজালেন কাঁসরঘণ্টা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/13/958ca163456078142cc0721974371f430d559.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
মন্দির চত্বরে বসে গাইলেন ভক্তিগীতি।
বাজালেন কাঁসরঘণ্টা।
পরে মন্দির প্রদক্ষিণও করতে দেখা যায় তৃণমূল বিধায়ককে।
‘বিপদতারিনী’ অপভ্রংশে ‘বিপত্তারিণী’ অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন। বাংলা ও উড়িষ্যার আশপাশের গ্রামে-গঞ্জে বিপত্তারিণী পুজো বেশ জনপ্রিয়। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া থেকে শুক্লা দশমীর মধ্যে মঙ্গলবার এবং শনিবার বিপত্তারিণী পুজো হয়ে থাকে। লক্ষণীয় হল আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টোরথ বা রথের পুনর্যাত্রা মধ্যে এই পুজো অনুষ্ঠিত হয়।
বিপত্তারিণী আসলে দেবী দুর্গারই এক রূপ। মূলত মহিলারা ওই দিন উপবাসে থেকে দেবীর পুজো অর্চনায় অংশ নেন। মনষ্কামনা করে হাতে লাল সুতোর তাগা ধারণ করেন। অনেকে মনষ্কামনা পূর্ণ হলে দণ্ডী কাটেন। সে ক্ষেত্রে স্থানীয় নদী বা কোন জলাশয়ে স্নান সেরে দণ্ডী কেটে পুজো স্থলে গিয়ে পুজো দেন।
অনেকেই মনে করেন মা বিপত্তারিনী আসলে বাংলার এক লৌকিক দেবী। তবে মার্কন্ডেয় মুনি প্রথম বিপত্তারিণী ব্রত কথা প্রচার করেন।
এখানে এসে রাজনীতিও এড়ালেন না মদন মিত্র। পিএসি-রে চেয়ারম্যান বিতর্ক নিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি।মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদে রাজ্য বিধানসভার সব'কটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির বিধায়করা। এ ব্যাপারে মদন মিত্র বলেছেন, বেশ করেছে। আমার পার্টির লোক কাকে করব না করব তা কি ওরা ঠিক করবে ? বেশ করেছে। (তথ্য ও ছবি-সৌরভ বন্দ্যোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -