Tomato Price Hike: টমেটোর দামে আগুন, বাজারে গিয়ে চিন্তায় আমজনতা
দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনার দাম। আচমকা এমন মূল্যবৃদ্ধিতে চিন্তা বাড়ছে। বেশিরভাগ শহরে খুচরো টমেটোর দাম ৮০ টাকা প্রতি কেজি । বাজারে গিয়ে তাই মুখ ব্যাজার করেই ফিরতে হচ্ছে আম জনতাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসরকারী তথ্য অনুসারে, ব্যাপক বৃষ্টিপাতের কারণে দক্ষিণের কয়েকটি রাজ্যে দাম প্রায় প্রতি কেজি ১২০ টাকা পর্যন্ত বেড়েছে। কোনও কোনও রাজ্যে তার চেয়েও বেশি।
কলকাতাতেও টমেটো বিক্রি হচ্ছে চড়া দামে। ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। এর আগে কখনও এত দাম বৃদ্ধি হয়নি।
চেন্নাইতে, টমেটোর খুচরো মূল্য ছিল প্রতি কেজি ১০০ টাকা, পুদুচেরিতে প্রতি কেজি ৯০ টাকা, বেঙ্গালুরে ৮৮ টাকা প্রতি কেজি এবং হায়দ্রাবাদে ৬৫ টাকা প্রতি কেজি। অন্ধ্রপ্রদেশ ও চেন্নাইতে বেশ কয়েকটি জায়গায় টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।
যে টমেটো পাওয়া যেত ৩৫-৪০ টাকা প্রতি কেজি দরে। তা এখন সেঞ্চুরি পার। আগামী দিনে দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
চিনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টমেটো উৎপাদনকারী দেশ হল ভারত।
সবথেকে বেশি টোমেটো উৎপন্ন হয় অন্ধ্র প্রদেশে। কিন্তু সেখানেই এই সবজি এখন সেখানেই ১০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। গোটা দেশের চাহিদা সঙ্গে তাল মেলানোই দুষ্কর।
অন্ধ্র প্রদেশের ৫৯ হাজার হেক্টর জমিটে টমেটো চাষ হয়। সে রাজ্যে গড় প্রতি বছর ২৬.৬৭ লক্ষ মেট্রিক টন টোমেটো উৎপন্ন হয়।
লক্ষ্মী পুজোর সময়ই এই রাজ্যে টমেটো বিক্রি হয়েছে ৬০-৮০ টাকা কিলো দরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -