Jamai sasthi on Covid19 : মুখে নেই মাস্ক, উধাও শারীরিক দূরত্ব ; জামাইষষ্ঠীতে পুজোর থালা হাতে মন্দিরে শাশুড়িরা
জামাইষষ্ঠীতে জামাইদের মঙ্গল কামনায় সকাল থেকে না খেয়ে পুজো দিলেন শাশুড়িরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাস্ক না পরে, দূরত্ব বিধি না মেনেই ভিড়ের মধ্যে জামাইদের জন্য জীবনের ঝুঁকি নিলেন বেশিরভাগ শাশুড়ি। এমনই চিত্র দেখা গেল পূর্ব বর্ধমানে।
পুজো দিয়ে এক শাশুড়ি জানালেন, এই করোনা পরিস্থিতিতেও চাকরির জন্য বাইরে যেতে হচ্ছে জামাইকে। তাই জামাইয়ের মঙ্গল কামনায় পুজো দিলাম। সেই শাশুড়িকে যখন প্রশ্ন করা হয়, আপনি মাস্ক না পরে এসেছেন, আপনিই তো আক্রান্ত হতে পারেন ? এর উত্তরে শাশুড়ির সাফ জবাব, জামাই ভাল থাকলেই আমার মেয়ে, নাতি-নাতনি ভালো থাকবে। আমাকে নিয়ে অত চিন্তা নেই।
বছর 60-এর ওই প্রৌঢ়াকে মাস্ক কেন পরেননি জানতে চাইলে তিনি বলেন, বাড়ির দরজা বন্ধ করে পুজো দিতে আসার সময় মনে করে মাস্ক নিতে ভুলে গেছি। এদিকে সময় হয়ে যাচ্ছিল। পুরোহিত চলে যাবেন। দেখলাম, আগে আমার তিন জামাইয়ের মঙ্গলের কামনা বড়। তাই ঝুঁকি নিয়ে বিনা মাস্কে চলে এলাম। জানি আমার করোনা হতে পারে। কিন্তু কী করব বলুন, তিন জামাই বাইরে থাকে, ওদের জন্য আমার বেশি চিন্তা।
অন্য এক মন্দিরে গিয়েও দেখা গেল একই চিত্র। পুজো দিতে শাশুড়িদের ভিড়। কোভিডের বিধি-নিষেধের মধ্যে জামাই এবার শ্বশুর বাড়িতে আসতে পারেননি। কিন্তু, শাশুড়ি পুজোর ডালা সাজিয়ে হাজির পুজোতলায়। সেখান থেকেই এক শালি জামাই বাবুকে ভিডিও কল করে দেখায় তাঁর শাশুড়ি জামাইয়ের মঙ্গলের জন্য পুজো দিতে এসেছেন।
ফোনেই শাশুড়ি পুজোর ফল জামাইয়ের মাথায় ঠেকান। জামাইও ভক্তিভরে প্রণাম করেন। ভিডিও কলে জামাইয়ের মুখে মাস্ক না দেখে শাশুড়ি বলেন, সবসময় মাস্ক পরে থাকবে। মাস্ক ছাড়া বাইরে বেরোবে না। ফোনের ও প্রান্ত থেকে জামাই বলেন, মা আপনিও তো মাস্ক পরেননি। শুনেছি, কাটোয়ায় প্রচুর করোনা হচ্ছে। জামাইয়ের কথায় লজ্জা পেয়ে শাশুড়ি আঁচল দিয়ে মুখ ঢেকে নিয়ে বলেন, আমার মেয়ে জামাই ভালো থাকলেই হবে। তোমাদের মঙ্গলের জন্যই তো এই ভিড়ের মধ্যেও এসেছি। (ছবি ও তথ্য-রাণা দাস)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -