শুরু হল আন্তঃজেলা রেল পরিষেবা, সকাল থেকেই স্টেশনে লম্বা লাইন
জসিডি-বৈদ্যনাথ রুটে ৫টি ট্রেন, ভাগলপুর-দুমকা রুটে ৪ টি ট্রেন, রামপুরহাট-দুমকা-জসিডি রুটে ২ টি ট্রেন চলবে। অন্যদিকে মালদা ডিভিশনে চলবে ১৮টি ট্রেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসানসোল ডিভিশনে রয়েছে - বর্ধমান- আসানসোল রুটে ৮টি, অণ্ডাল-সাঁইথিয়া ৪টি, আসানসোল-ধানবাদ ৪টি, আসানসোল-জসিডি-ঝাঁঝা রুটে ৪টি এবং অণ্ডাল-জসিডি রুটে ২টি ট্রেন চলবে।
হাওড়া ডিভিশনের মধ্যে রয়েছ -- বর্ধমান-রামপুরহাট ৮টি, রামপুরহাট-গুমানি ৬টি, রামপুরহাট-দুমকা-জসিডি ২টি, কাটোয়া-আজিমগঞ্জ ৮ এবং আজিমগঞ্জ -রামপুরহাটে ৬টি ট্রেন।
পূর্ব রেলের সিপিআরও বলেন, তিনটি ডিভিশনে ট্রেন চলবে। যাত্রীদের কাছে অনুরোধ করোনার সমস্ত প্রোটোকল মেনে চলুন। মাস্ক অবশ্যই পড়তে হবে। সামাজিক দূরত্ব মেনে চলুন।
আজ থেকে চালু হল বর্ধমান থেকে আসানশোল ও রামপুরহাট শাখার ট্রেন চলাচল। দীর্ঘ লকডাউনের পর কাটোয়া আজিমগঞ্জ লাইনে শুরু হলো ট্রেন চলাচল। ট্রেনের ড্রাইভার ইঞ্জিনে প্রণাম করে প্রথম যাত্রীবাহি ট্রেন চালানো শুরু করল।
আসানসোল ডিভিশনেও ট্রেন চালুর প্রস্তুতি তুঙ্গে। স্টেশনে কোভিড প্রটোকল মানা হচ্ছে কি না তা ডিআরএম এদিন সরেজমিনে খতিয়ে দেখেন।
হাওড়া-কাটোয়া ডিভিশনে ট্রেন চলাচলের প্রস্তুতি তুঙ্গে। সামাজিক দূরত্ব মানতে কাটা হয়েছে গোল দাগ। স্টেশনে ঢোকা ও বোরোনের জন্য থাকছে আলাদা গেট। স্টেশনে থাকছে থার্মাল চেকিং-এর ব্যাবস্থা।
স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন। করোনা প্রটোকল মেনে মানুষের মুখে মাস্ক রয়েছে ট্রেনে সামাজিক দূরত্ব মেনে বসার ব্যাবস্থা কড়া হয়েছে।
লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল লোকাল ট্রেন বিভিন্ন জায়গায় ট্রেন চালু হল বর্ধমান থেকে রামপুরহাট লোকাল ট্রেন চালু হয়নি। থেকে মানুষ এসেছে কর্মস্থলে যাওয়ার জন্য।
সেইমতো, বুধবার থেকে গড়াতে শুরু করল নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেনের চাকা। এদিন সকালে বোলপুর স্টেশন চত্বরে টিকিট কাউন্টার লম্বা লাইন চালু হল লোকাল ট্রেন। রামপুরহাট থেকে বর্ধমান লোকাল ট্রেন চালু হল।
এই পরিস্থিতিতে আন্তঃজেলা রেল পরিষেবা চালু করার প্রস্তাব দিয়ে পূর্ব রেলকে চিঠি দেন পরিবহন সচিব রাজেশ কুমার সিনহা। সেই চিঠির প্রেক্ষিতে পূর্ব রেল জানিয়েছিল, বুধবার থেকে ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেনের চাকা গড়াতে শুরু করল। ট্রেনগুলি চলছে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে।
স্টেশনগুলিতে আগের মতই থাকছে থার্মাল চেকিং-এর ব্যবস্থা। থাকছে স্যানিটাইজার মেশিন। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। পূর্ব রেলের আশা, শহরতলীর ট্রেনে যেমন কোনও সমস্যা দেখা যায়নি, নন-সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলার ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।
দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রোও। কিন্তু থমকে ছিল আন্তঃজেলা রেল পরিষেবা।
জেলায় জেলায় এবার গড়াতে শুরু করল প্যাসেঞ্জার ট্রেনের চাকা। বুধবার থেকে চালু হল আন্তঃজেলা ট্রেন চলাচল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -