International Mother Language Day ভাষা দিবসের দিনে নিউ ব্যারাকপুরে তৈরি হল শহিদ বেদী, স্মরণ করা হল একুশের ইতিহাস

1

1/6
ভাষা দিবসের দিন নিউ ব্যারাকপুরে তৈরি হল শহীদ শাহরুখ মুক্তমঞ্চ।
2/6
নিউ ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে এই মুক্ত মঞ্চটি এবং শহিদ বেদী তৈরি করা হয়েছে।
3/6
২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছিল এই শহিদ বেদী উন্মোচনের বিশেষ মুহূর্ত হিসেবে।
4/6
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা । অনুষ্ঠানমঞ্চে ধরা পড়ল একুশের ইতিহাস।
5/6
অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ সৌগত রায়। বক্তব্যও রাখেন তিনি।
6/6
ছিলেন উত্তর দমদম বিধানসভার চেয়ারপারসন তথা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নিউ ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক তৃপ্তি মজুমদার । (সব ছবি ও তথ্য- সমীরণ পাল)
Sponsored Links by Taboola