২০ বছর আগে শেষ মেরামতি, বেহাল রাস্তায় গাছের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের
হাজার বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। রাস্তায় ধান গাছের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপান্ডুয়ার পুর পঞ্চায়েতের অন্তর্গত হাতনি এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল, স্থানে স্থানে গর্ত। তাতে জল জমে পড়ে রয়েছে। সেই রাস্তাতেই গাছের চারা বসিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত ২০ বছর আগে বামফ্রন্টের আমলে এই রাস্তায় মেরামতি হয়েছিল। তারপর আর কেউ ফিরেও তাকায়নি।
দীর্ঘ ২০ বছরে এই রাস্তায় আর কোনও উন্নয়ন হয়নি বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা।
গুরাপ কালনা ১১ নম্বর রোডের সঙ্গে সংযোগ এই রাস্তায়। একটি হাই স্কুল, একটি প্রাইমারি স্কুল, একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ,পোস্ট অফিস, ও তিনটি অঙ্গনওয়ারি কেন্দ্র রয়েছে।
বেশ কয়েকটি প্রয়োজনী কাজের জায়গা থাকায় এ দিকে প্রায়ই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। তবে রাস্তার বেহাল দশা হওয়ায় বেজায় সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে এলাকাবাসীদের।
বহুবার দুর্ঘটনাও ঘটে গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক দফতরে জানিয়েও কোনও ফল হয়নি। গ্রামবাসীরা বলছেন, বেহাল রাস্তার সমস্যা নিয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও জানিয়ে কোনও কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়েই রাস্তায় চারা গাছ পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁদের আশা প্রশাসনের চোখে পড়লে অন্তত কিছু ব্যবস্থা নেবেন তাঁরা। (সব ছবি ও তথ্য সৌরভ বন্দ্যোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -