Mamata Banerjee At Birbhum: 'শিল্প না হলে, চাই জমি ফেরত', মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে বোলপুরে পড়ল পোস্টার
মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ওই জমিতে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও গীতবিতান টাউনশিপ তৈরি হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাল বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে আজ সকালে শিবপুর মৌজার একাধিক এলাকায় পোস্টার দেখা যায়।
শিল্প না হলে, জমি ফেরতের দাবিতে মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে বোলপুরের অধিগৃহীত জমিতে লাগানো হল পোস্টার।
বামেদের প্রতিক্রিয়া, শিল্প হলে কর্মসংস্থান হত, তৃণমূলের মুখে দূষণের কথা মানায় না।
শিবপুর জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের নামে পোস্টারগুলিতে লেখা, বিশ্বভারতীর পাশেই বিশ্ববিদ্যালয় বানানোর নামে কবিগুরুর স্বপ্নের অপমান মানছি না, শিল্পের নামে প্রোমোটারি চালানো দুর্নীতিবাজ সরকার চাই না, চাষির বুকের উপর বানানো পাঁচিল ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।
বিজেপির কটাক্ষ, আবাসন তৈরির নামে গোটাটাই ধাপ্পাবাজি।
তৃণমূলের দাবি, কল-কারখানা তৈরি হলে দূষণ হবে। তার থেকে বিশ্ব বাংলা হলে ভাল।
এরপরই বেঁকে বসেন জমিদাতা কৃষকরা। বেশ কয়েকবার বিক্ষোভও দেখান তাঁরা।
বাম আমলে শিল্পের জন্য শিবপুর মৌজার জমি অধিগ্রহণ করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -