Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
New Year 2021 Celebrations: টুরিস্ট স্পট থেকে বিনোদন পার্ক-- উৎসবের মেজাজে স্বাগত নতুন বছরের প্রথম দিনকে
দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপ অনেকটাই ফাঁকা। ইংরেজি নতুন বছরের প্রথম দিনেও পর্যটকদের ভিড় সেভাবে চোখে পড়েনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিপুর চিড়িয়াখানাতেও এদিন ভিড় করেছেন দর্শকরা। কচিকাঁচাদের হাত ধরে অনেকেই এসেছেন দূর-দূরান্ত থেকে। চারদিকে পিকনিকের মেজাজ।
বছরের প্রথম দিন সকাল থেকে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড়। গভীর রাত পর্যন্ত পুজো চলবে। তবে গর্ভগৃহে ভিড় এড়াতে একজন করে ঢুকতে দেওয়া হচ্ছে। করোনা আবহে এবার কালীপুজোয় ভিড়ের চেনা ছবি তারাপীঠে দেখা যায়নি। তবে বছরের প্রথম দিনে মঙ্গল কামনায় মন্দিরে এসেছেন পুণ্যার্থীরা। মন্দিরের বাইরে সকাল থেকে লম্বা লাইন।
সায়েন্স সিটিতেও বছরের শুরুর দিন দর্শকদের ভিড়। সকাল ১০টায় কাউন্টার খোলে। তারপর থেকেই একটু একটু করে ভিড় বাড়তে শুরু করে। বড়দিনের উল্টো ছবি নতুন বছরে। প্রথম দিনই নিক্কো পার্কে ভিড়। টিকিট কাউন্টারে লম্বা লাইন।
নতুন বছরে সুন্দরবনে পর্যটকদের চেনা ভিড়। বাসন্তী ও গোসাবা থেকে লঞ্চে ও নৌকায় চড়ে অনেকেই সুন্দরবনে ঘুরতে এসেছেন।
বছরের প্রথম দিন পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় অনেকটাই ফাঁকা। পর্যটন মেলা চললেও, সেখানে ভিড় নেই। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার বিক্রিবাটা অনেকটাই কম। গুটিকয়েক জায়গায় চলছে পিকনিক।
বড়দিনের উল্টো ছবি নতুন বছরে। প্রথম দিনই নিক্কো পার্কে ভিড়। টিকিট কাউন্টারে লম্বা লাইন।
করোনা আবহে বিধিনিষেধ মেনে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে কল্পতরু উত্সব পালন হল। সকাল সাড়ে ৮টায় থেকে ১১টা পর্যন্ত ভক্তদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে বসে বা সাষ্টাঙ্গে প্রণাম নয়, শুধুমাত্র দাঁড়িয়ে প্রণাম করতে অনুমতি দেওয়া হয়। মন্দির চত্বরে ঘোরাঘুরিতেও জারি করা হয় নিষেধাজ্ঞা। বাইরে থেকে শোভাযাত্রা আসাও এবার বন্ধ করা হয়েছে।
বছরের প্রথম দিনে ইকো পার্কে পিকনিকের মেজাজ। মাস্ক পরা বাধ্যতামূলক। মাইকে বারবার প্রচার করা হচ্ছে। সকলকে বারবার স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বছর শুরুর দিন দিঘাতে পর্যটকদের ভিড়। সমুদ্র সৈকতে কেউ পা ভিজিয়ে গল্পে করছেন। কেউ আবার পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে চায়ের আড্ডায় মেতেছেন। দোকানপাট খোলায়, লাভের মুখ দেখার আশায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও।
শীতের আমেজ, মিঠে রোদে জমজমাট দার্জিলিং ম্যাল। কেউ ঘুরছেন সপরিবারে। কেউ আবার ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন। চলছে কেনাকাটাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -