Partial lockdown in Bengal : রাজ্যে ফের বিধিনিষেধ লাগু, কী চালু, কী বন্ধ
বাড়তে বাড়তে রাজ্যে দৈনিক আক্রান্ত ১৭ হাজার ছাড়িয়ে গেছে! একদিনে মৃতের সংখ্যা ১০০ ছুঁইছুঁই!! গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ভয়ঙ্কর থেকে ভয়াবহ হয়ে উঠছে মারণ করোনা ভাইরাস। গ্রাফিক্স ইন পরিস্থিতিতে লাগাম টানতে শুক্রবার সন্ধে থেকে আংশিক লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবান্ন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সমস্ত শপিং কমপ্লেক্স, মল
বন্ধ থাকছে জিম। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বার , বন্ধ থাকবে স্পোর্টস কমপ্লেক্স , জিম।
সকাল-বিকেল নির্দিষ্ট সময় খোলা থাকবে বাজার। নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত
বন্ধ করা হচ্ছে বিউটি পার্লার ও স্পা-ও। কতদিনের জন্য এই নির্দেশিকা তা জানানো হয়নি রাজ্য সরকার। প্রয়োজনে আরও কড়া হতে পারে সরকার।
চারিদিকে ভিড় দেখে রীতিমতো শিউরে উঠেছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ, করোনার কবল থেকে বাঁচতে, মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে।
সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত অথবা বিনোদনমূলক জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার।
খোলা থাকছে ওষুধের দোকান, মুদির দোকান
2 মে ভোটের ফল ঘোষণার পর বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সেই নির্দেশিকাকে উল্লেখ করে, গণনা কেন্দ্রে অপ্রয়োজনীয় জমায়েত না করা এবং যথাযথ করোনাবিধি মেনে চলার কথাও বলা হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -