Exclusive: জনসেবাই লক্ষ্য, নিজের টোটকে অ্যাম্বুলেন্স বানিয়ে পৌরসভাকে দান করছে কাটোয়ার যুবক
সাধারণ মানুষের জন্য আস্ত একটা টোটোকে রাতারাতি অ্যাম্বুলেন্স বানিয়ে ফেললেন কাটোয়ার যুবক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহামারি আবহে কখনও অ্যাম্বুলেন্সের আকাল তো কখনও আবার অক্সিজেনের অভাব। তারওপর শহরতলির গলি-ঘুপচিতে অ্যাম্বুলেন্স ঢোকানোর সমস্যা। অসুস্থ রোগীকে নিয়ে কার্যত নাভিঃশ্বাস পরিবারের।
মহামারির দ্বিতীয় ঢেউ যখন চরমে তখন এমন একাধিক সমস্যার মুখে পড়েছিল রাজ্যবাসী, যা আজও অব্যাহত। আর সাধারণের এই সব সমস্যার কথা মাথায় রেখেই নিজের টোটোকে অ্যাম্বুলেন্স বানিয়েছেন কাটোয়ার ডেভিড মিঞা।
শুধু করোনা নয়। অন্যান্য যে কোনও অসুখেই মিলবে এই অ্যাম্বুলেন্সের পরিষেবা। ডেভিড জানিয়েছে, এই টোটো অ্যাম্বুলেন্সের মধ্যে থাকছে সমস্ত সমস্ত পরিষেবা।
অক্সিজেন,স্ট্রেচার থেকে শুরু করে রোগীর পরিজনদের বসার জায়গা। সবই রয়েছে এই টোটোয়।
কেউ অসুস্থ হয়েছেন খবর পেলেই হুটার জ্বালিয়ে টোটো অ্যাম্বুলেন্স ছুটে বেড়াচ্ছে শহরের অলিতে গলিতে।
ডেভিড জানিয়েছে, অ্যাম্বুলেন্স তৈরিতে খরচ হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। কাজ সব শেষ। এবার এই অ্যাম্বুলেন্স কাটোয়া পৌরসভার হাতে তুলে দিতে পারলেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে ডেভিড।
আর টোটো অ্যাম্বুলেন্স কিছুটা হলেও সাধারণের সমস্যার সমাধান হবে বলেই আশাবাদী ডেভিড। (সব ছবি ও তথ্য: রাণা দাস)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -