মহিষাদলের ২৪৫ বছরের ঐতিহ্য, উল্টো রথে পালকি চেপে বাড়ি ফিরলেন জগন্নাথদেব ও রাজবাড়ির কূলদেবতা
মঙ্গলবার পালকিতে করে নিজের বাড়ি ফিরলেন জগন্নাথদেব ও মহিষাদল রাজবাড়ির কূলদেবতা মদন গোপাল জিউ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোজা রথে গিয়েছিলেন মাসির বাড়ি। আট দিন কাটানোর পর আজ নিজের বাড়ি ফিরলেন প্রভু জগন্নাথ দেব ও মদন গোপাল জিউ।
করোনা পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছিল মহিষাদলের ঐতিহ্যবাহী ২৪৫ বছরের রথ। তবে রাজবাড়ির প্রাচীন প্রথা মেনে সমস্ত আচারবিধি পালন করা হয়।
১৭৭৬ সালে মহিষাদলের এই রথের প্রচলন করেছিলেন রানী জানকিদেবী। তারপর থেকে প্রথা মেনেই বছরের পর বছর ধরে চলছে রথযাত্রার উৎসব
মহিষাদল রাজবাড়ি ও রথ পরিচালন কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পালকি চড়ে রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল ও জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন।
সেই মতো আট দিন আগেই তাঁরা পালকিতে মাসির বাড়ি ঘাগরা গ্রামের গুন্ডিচাবাটিতে এসেছিলেন।
এরপর আজ উল্টো রথের দিন পালকিতে চেপে একইভাবে নিজের বাড়ি ফিরলেন তারা। তবে করোনা বিধি-নিষেধ থাকলেও এদিন এলাকায় ভিড় ছিল চোখে পড়ার মতোই। করোনা আবহে যা কার্যত ভয় ধরিয়েছে।
অন্যদিকে আজ মাহেশেও পালিত হয়েছে উল্টো রথ। সকাল থেকে মেঘলা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই ভক্তরা মাহেশ জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনে এসে পুজো দেন।
উল্লেখ্য, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন করা হয়। এ দিন মাসির বাড়িতে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সাত দিন থাকেন। আর সোজা রথযাত্রায় অর্থাৎ ঠিক আট দিনের মাথায় নিজের বাড়ি ফেরেন তিন ভাইবোন। এদিনই পালিত হয় উল্টোরথ যাত্রা। (সব ছবি ও তথ্য: বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -