সংক্রমণ রুখতে উদ্যোগ, মাইক্রো কনটেনমেন্ট জোন হাওড়া, হুগলিতে
সংক্রমণ রুখতে হাওড়ার বেশ কিছু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। কাল থেকে তিন দিন বন্ধ কয়েকটি বাজার। অন্যদিকে, হুগলির সিঙ্গুর ও গোঘাটের বেশ কিছু এলাকাকেও কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউদ্দেশ্য করোনার সংক্রমণে বেড়ি পরানো। সেই লক্ষ্যেই হাওড়ার ডোমজুড়-সহ বেশ কিছু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে ব্লক প্রশাসন।
পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার থেকে তিনদিন পর্যন্ত বন্ধ থাকছে দোকান ও বাজার।
প্রশাসন সূত্রে খবর, ডোমজুড় বাজার, ঘুসুড়ির নস্করপাড়া বাজার, সাঁকরাইলের চাঁপাতলা, রাজগঞ্জ এবং আন্দুল বাজার মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে।
ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। ডোমজুড়ের বিডিও দীপঙ্কর দাস জানিয়েছেন, কোভিড রোগীর সংখ্যা আগের থেকে কমলেও শূন্যতে নামিয়ে আনতে চাই।
অন্যদিকে, হুগলির বেশ কিছু গ্রামীণ এলাকাও কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়েছে।
সিঙ্গুর ২ নম্বর পঞ্চায়েত, বড়া ও বৈঁচিপোতা পঞ্চায়েতের বেশ কিছু এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে ব্লক প্রশাসন। সেইমতো এসব এলাকা জীবাণমুক্তও করা হয়।
এদিকে, সংক্রমণ রুখতে গোঘাট পঞ্চায়েত, কামারপুকুর পঞ্চায়েত এবং নতিবপুর ২ নম্বর পঞ্চায়েতের বেশ কিছু এলাকাতেও একই পদ্ধতি নিয়েছে প্রশাসন। এসব এলাকায় পয়লা জুলাই পর্যন্ত বিধিনিষেধ থাকবে। (সব তথ্য ও ছবি- সুনীত হালদার, সোমনাথ মিত্র ও মোহন দাস )
- - - - - - - - - Advertisement - - - - - - - - -