মিরিকের ঝিলে ভেসে উঠল হাজারে হাজারে মরা মাছ
মিরিকের ঝিলে ভেসে উঠল হাজারে হাজারে মরা মাছ। জানা গিয়েছে, বিগত কয়েকমাস ধরে মিরিকের লেকে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই জন্য বিভিন্ন পর্যায়ে মিরিক লেকের এক-একটি প্রান্তের জল তুলে পরিষ্কার করা হয়।
এতেই বিপত্তি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের আশঙ্কা, জলস্তর এবং জলের পরিমাণ কমে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে মাছের।
এছাড়া, মাছের মৃত্যুর জন্য আরও একটি কারণ দেখিয়েছেন বিশেষজ্ঞরা। তা হল, লেকের জলে তৈলজাত পদার্থ থেকে শুরু করে দূষণ ও নোংরা-কাদার পরিমাণ বেড়ে গিয়েছে।
যদিও, মিরিক পুরসভার চেয়ারম্যান এলবি রাই জানান, এক শ্রেণির তিব্বতীয় সিকিম থেকে মিরিকে এসে লেকে প্রায় ৪ হাজার মাছ ছেড়েছিল। তাঁর দাবি, ওই মাছগুলিই মরে ভেসে উঠেছে। (সব তথ্য ও ছবি সৌজন্য -- মোহন প্রসাদ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -