মিরিকের ঝিলে ভেসে উঠল হাজারে হাজারে মরা মাছ
মিরিকের ঝিলে ভেসে উঠল হাজারে হাজারে মরা মাছ
1/5
মিরিকের ঝিলে ভেসে উঠল হাজারে হাজারে মরা মাছ। জানা গিয়েছে, বিগত কয়েকমাস ধরে মিরিকের লেকে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছিল।
2/5
সেই জন্য বিভিন্ন পর্যায়ে মিরিক লেকের এক-একটি প্রান্তের জল তুলে পরিষ্কার করা হয়।
3/5
এতেই বিপত্তি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের আশঙ্কা, জলস্তর এবং জলের পরিমাণ কমে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে মাছের।
4/5
এছাড়া, মাছের মৃত্যুর জন্য আরও একটি কারণ দেখিয়েছেন বিশেষজ্ঞরা। তা হল, লেকের জলে তৈলজাত পদার্থ থেকে শুরু করে দূষণ ও নোংরা-কাদার পরিমাণ বেড়ে গিয়েছে।
5/5
যদিও, মিরিক পুরসভার চেয়ারম্যান এলবি রাই জানান, এক শ্রেণির তিব্বতীয় সিকিম থেকে মিরিকে এসে লেকে প্রায় ৪ হাজার মাছ ছেড়েছিল। তাঁর দাবি, ওই মাছগুলিই মরে ভেসে উঠেছে। (সব তথ্য ও ছবি সৌজন্য -- মোহন প্রসাদ)
Published at : 14 Mar 2021 12:01 AM (IST)