Tiger Crocodile Face Off Photos: হঠাৎ বাঘে-কুমীরে মুখোমুখি! তারপর..?
সুন্দরবনে বাঘে-কুমীরে মুখোমুখি। এই ছবি ধরা পড়ল এক পর্যটকের ক্যামেরায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেতাল বনের ঝোপ থেকে বেরিয়ে আসে বাঘ। চরায় শুয়ে ছিল কুমীর।
বাঘকে দেখেই কুমীর তড়িঘড়ি খাড়িতে নেমে যায়।
রয়্যাল বেঙ্গল টাইগার অবশ্য কুমীরকে জলে নামতে দেখে আর সেখানে পা বাড়ানোর সাহস দেখায়নি।
বেশ কিছুক্ষণ পাড় থেকেই এলাকা পর্যবেক্ষণ করে বাঘ আবার জঙ্গলে ফিরে যায়।
সাম্প্রতিককালে, সুন্দরবনে একাধিকবার দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গলকে। সোমবার হঠাৎ মাতলার বুকে সাঁতার কাটতে দেখা যায় একটি বাঘকে।
পড়ন্ত রোদ্দুরে নদীতে সাঁতার কেটে এগোচ্ছে হলুদ ডোরা-কাটা! সাঁতরে, নদী পেরিয়ে রয়্যাল মেজাজে জঙ্গলে ঢুকে যায় বাঘটি।
গত সপ্তাহের বুধবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে সুন্দরবনের একাংশে, দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের।
তার আগে, ২০ জানুয়ারি, পাখিরালয় যাওয়ার পথে, মাতলার জলেই দেখা যায় রাজকীয় সাঁতার। বাঘে-মানুষে দূরত্ব একসময় দু’ফুটের মধ্যে চলে আসে।
১৯ জানুয়ারি, গোসাবার সুধন্যখালির ওয়াচ টাওয়ার থেকেও ম্যানগ্রোভের মাঝে চোখে পড়ে হলুদ-কালো ডোরা কাটা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -