Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
আজ থেকে ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ।
এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ ওড়িশা ও বিহারে বাড়বে বৃষ্টি। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানে।
এর পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের বারাণসী, বিহারের পটনা এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়ায়।
বাতাসে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। (তথ্য- সঞ্চয়ন মিত্র)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -