Didir Doot App: ভোটের আগে জনসংযোগে তৃণমূলের হাতিয়ার ‘দিদির দূত’ অ্যাপ, জানুন খুঁটিনাটি
ভোটের মুখে জনসংযোগ বাড়াতে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ। চালু হল 'দিদির দূত' অ্যাপ। এই অ্যাপ ডাউলোড করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই ডাউনলোড করেছে এক লক্ষ মানুষ। বিভিন্ন রাজনৈতিক সভা ও জনসভা সরাসরি দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। পরে ঘুরবে 'দিদির দূত ভ্যানও। ভ্যানে থাকবে সাধারণ মানুষের জন্য করা কাজের তালিকা। মানুষ তাঁদের অভাব অভিযোগ জানাতে পারবেন এই ভ্যানে। TMC-র দাবি, BJP-র অপপ্রচারের বিরুদ্ধে হাতিয়ারও হয়ে উঠবে এই অ্যাপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিদির দূত অ্যাপে ইউজাররা সরাসরি দিদির সঙ্গে লাইভে যোগাযোগ করতে পারবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলা যাবে দিদির সঙ্গে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই অ্যাপ ডাউনলোড করে ফেলেছেন ৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
রাজ্যের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর নেওয়া নয়া উদ্যোগ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যও মিলবে এই অ্যাপে। ব্যবহারকারীরা তাঁদের সমস্যাগুলি সরাসরি দিদির কাছে লিখেও জানাতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।
উল্লেখ্য, প্লে স্টোরের পাশাপাশি ‘দিদির দূত’ গাড়ির গায়ে থাকা QR কোড স্ক্যান করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন প্রত্যেকে ৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -