WB Election 2021: 'দিদি যাঁদের ভালো বুঝেছেন, তাঁদেরকে প্রার্থী করেছেন', ডেবরায় দেব
ডেবরা গ্রামীণ মেলার শেষ দিনে মেলায় উপস্থিত হলেন সাংসদ দেব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা গ্রামীণ মেলা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়। আজ তার শেষ দিন।
শেষদিন ডেবরা গ্রামীণ মেলার মঞ্চে উপস্থিত হন ঘাটালের সাংসদ দীপক অধিকারী।
সঙ্গে ছিলেন ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবীর।
তৃণমূল কংগ্রেসের সাংসদ সাংসদ মঞ্চে নাচ করেন অন্যান্য জুনিয়র আর্টিস্টদের সাথে।
অভিনেতা-সাংসদ বলেন, দিদি যাঁদের ভালো বুঝেছেন, তাঁদেরকে প্রার্থী করেছেন।
দেব জানান, কথার কোনও ট্যাক্স নেই। যেদিন কথাতে ট্যাক্স লাগবে সেদিন সবাই চিন্তাভাবনা করে কথা বলবে।
দেব আরও জানান, মানুষ তার রায় দেবে। ২ মে পর্যন্ত আমরা অপেক্ষা করি।
তৃণমূল সাংসদের দাবি, কাজ নিয়ে যদি কথা হয়, আমাদের মুখ্যমন্ত্রী যা করেছেন, অন্য কোনও মুখ্যমন্ত্রীর সেই উদাহরণ নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -